ফের মানবিক শাকিব, করোনা ত্রাণে বিশ্বকাপ মাতানো ব্যাট তুলছেন নিলামে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঢাকা: যে ব্যাট নিয়ে ২০১৯ আইসিসি বিশ্বকাপে রানের ফুলঝুরি ফুটিয়েছেন শাকিব আল হাসান, সেই ব্যাটটিই তিনি নিলামে তুলছেন করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের জন্য।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় ফেসবুকে লাইভে আসেন শাকিব। এসময় টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপে একটি ব্যাট দিয়ে খেলেছি। একটু কুসংস্কার ছিল বললেও চলে। আমি একটি ব্যাটে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আল্লাহর কৃপায় সফল হয়েছি। ব্যাট ও বলে ভাল একটি বিশ্বকাপ গিয়েছে। ব্যাটিংয়ে আমার অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটি নিলামে দেওয়া হয়েছে। বোধহয় আগামিকাল (বুধবার) রাত দশটায় অকশন ফর অ্যাকশন এই পেজ থেকে নিলাম হবে। যাঁরা আগ্রহী আছেন, খেলা পছন্দ করেন, তাঁরা এই অকশনে যোগদান করতে পারেন।’

আরও পড়ুন:  পরীর ব্যাটিং স্কিলে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, হা হয়ে গেলেন হোপ থেকে ভন!

তিনি আরও বলেন, ‘এই ব্যাটটি আমার কাছে স্পেশ্যাল। শুধু বিশ্বকাপই নয়, গত এক বছরে এই ব্যাট দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে প্রায় দেড় হাজার রান করেছি। ব্যাটটি আমার কাছে অনেক বেশি প্রিয়। যেহেতু আমি এখন খেলছি না, সুতরাং, ব্যাট ব্যবহার হচ্ছে না। ব্যাটটি আমার খুব কাছের, সহজে ছাড়তে মন চায় না। তারপরও এরকম একটি কাজের জন্য ব্যবহার হলে ভাল লাগবে।’ এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই শাকিব আল হাসান ফাউন্ডেশনে দেওয়া হবে। সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।

কিছুদিন আগেই বাংলাদেশের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম করোনা ত্রাণের জন্য তহবিল গড়তে নিজের ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নেন। এবার মুশফিকের দেখানো পথেই হাঁটার সিদ্ধান্ত নিলেন তারকা অল-রাউন্ডার।

আরও পড়ুন: Lockdown Look: মাথা ন্যাড়া করে ভক্তদের চমকে দিলেন কপিল দেব  

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest