সাহসী পোশাকে স্বচ্ছন্দ সানি লিওন গুরুত্ব দিলেন না ট্রোলিংকে, লঞ্চ করলেন অন্তর্বাস ব্র্যান্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#মুম্বই: বরাবরই সাহসী পোশাকে স্বচ্ছন্দ সানি লিওন। যা পরলে তাঁকে মানায়, যে পোশাকে তিনি স্বচ্ছন্দ থাকেন তা-ই পরতেই ভালোবাসেন। এবং তাতে লোকে কী বলল, একটুও পরোয়া করেন না। সেই সানি সোমবার মুম্বইতে অন্তর্বাসের ব্র্যান্ড ‘ইনফেমাস’ খুললেন।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাটা দীর্ঘ। তিনি আর বিতর্ক কমবেশি হাত ধরাধরি করেই চলেন। তাই নিজের কাজকর্মের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। কিন্তু সেই সব ট্রোলিংকে তিনি যে বিশেষ পাত্তা দেন না, সে কথা আরও একবার জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী। তাঁকে জিজ্ঞাসা করা হয়, আপনার পোশাক নিয়ে লোকজন যখন বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় তখন আপনার কেমন লাগে? এই প্রশ্নের উত্তরেই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘‘আমি সেলিব্রিটি। রোজ আমাকে বিভিন্ন বিষয় নিয়ে ট্রোলড হই। কিন্তু এই সব বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না।’’

সানিকে প্রশ্ন করা  হয় তাঁর খোলামেলা পোশাক নিয়ে। উত্তরে সানি বলেন, “আমি সম সময়েই আপ রুচি খানা আর পর রুচি পরনায় বিশ্বাসী। ইচ্ছে হলে যেমন টি-শার্ট, জিন্স পরি, তেমনি সোয়েটশার্টও পরি। কে, কী বলল তাতে কী যায় আসে”?

আগামী ছবি নিয়ে প্রশ্ন করা হলে সানি জানান, “আমি অর্জুন পাটিয়ালা-র কাজ নিয়ে ব্যস্ত। আর একটি ছবি আছে পাইপলাইনে, কোকাকোলা। এই ছবিটি সম্ভবত এই বছরেই রিলিজ করবে।” শুধুই কি অভিনয় করবেন, প্রযোজনায় আসবেন না? এই প্রশ্নের উত্তরে সানির হাসিমাখা জবাব, “খুব ভালো গল্প পেয়েছি। প্রোডাকশন টিমও তৈরি। তারিখ আর সময় ঠিক হলেই কাজ শুরু করব।”

https://www.instagram.com/p/BxHsLmQBtYb/

এর আগে সানি নিজের কসমেটিক ব্র্যান্ড ‘স্টারস্ট্রাক বাই সানি লিওন’ বাজারে নিয়ে এসেছিলেন। নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখতে কেমন লাগে? উত্তরে সানির জবাব: “ব্যবসাটা আমি ভালোই বুঝি। তবে আমার থেকেও ড্যানিয়েল আরও ভালো পারে সামলাতে। আমাদের লক্ষ্য এক হওয়ায়, আর ড্যানিয়েল আমার পাশে থাকায় আমিও এখন পোক্ত ব্যবসায়ী হয়ে উঠেছি।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest