বাসে উঠলেই ১৪ টাকা,পরের কিমি পিছু ৫ টাকা, বাস মালিকদের নয়া প্রস্তাব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বেসরকারি বাসের বর্ধিত ভাড়া নিয়ে সরকারের সঙ্গে দড়ি টানাটানির মধ্যেই ভাড়ার নতুন তালিকা জমা দিলেন বাসমালিকরা। তিনগুণ নয়, এবার ন্যূনতম বাসভাড়া দ্বিগুণ বৃদ্ধির দাবি জানালেন তাঁরা।

বৃহস্পতিবার নতুন ভাড়ার তালিকা রাজ্য পরিবহণ দফতরের হাতে তুলে দেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের কর্তারা। তবে এই ভাড়ার তালিকায় সরকার স্বীকৃতি দেবে কি না সেব্যাপারে কোনও নির্দেশ মেলেনি। 

আরও পড়ুন: বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, গোটা সপ্তাহ দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে!

নতুন প্রস্তব অনুসারে, বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া হবে ১৪ টাকা। যা বর্তমান ন্যূনতম ভাড়ার দ্বিগুণ। ওই ভাড়ায় ২ কিলোমিটার যাওয়া যাবে। তার পর প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ৫ টাকা করে। এই হিসাব অনুসারে ৫ কিলোমিটার যেতে ভাড়া দিতে হবে ৩৫ টাকা। 

এর আগে বাসের ন্যূনতম ভাড়া ২০ টাকা করে প্রতি ২ কিলোমিটারে ৫ টাকা করে বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন বাস মালিকরা। সেই হিসাব মতো ৫ কিলোমিটার দূরত্ব যেতে খরচ হত ৩০ টাকা। অর্থাৎ ন্যূনতম ভাড়া কমলেও আসলে বেশি দূরত্বে খরচ হবে বেশি। 

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করে লকডাউনের তৃতীয় পর্বের শেষে বাস চালানোর অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম শর্ত ছিল বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। এই পরিস্থিতিতে বর্তমান ভাড়ায় বাস চালিয়ে মুনাফা করা সম্ভব নয় বলে জানান বাসমালিকরা। সেই থেকে সরকারের সঙ্গে দড়ি টানাটানি চলছে তাঁদের। 

আরও পড়ুন: ৩০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সব স্কুল,চাইছেন মমতা, জানালেন পার্থ

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest