IBPS Upcoming jobs Recruitment 2021 for Bank Jobs on PO SO Clerk and many post

IBPS Recruitment 2021: একাধিক পদে মোটা বেতনের চাকরি, ৭ অক্টোবর থেকে করতে পারবেন আবেদন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ। মোট ৭৮০০টি শূন্যপদে নিয়োগ করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS। বৃহস্পতিবার শুরু হল আবেদন প্রক্রিয়া (Application Process)। যোগ্য় প্রার্থীরা ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে আবেদন করতে পারবেন।

আইবিপিএসের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট শূন্যপদে সফল প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রয়োজনের ভিত্তিতে শূন্যপদ পূরণের জন্য একটি ওয়েটিং লিস্টও থাকবে। যা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বৈধ থাকবে।’

পদের নাম 

১) সহকারী অধ্যাপক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর)।

২) ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট।

৩) রিসার্চ অ্যাসোসিয়েট।

৪) হিন্দি অফিসার।

৫) আইটি ইঞ্জিনিয়ার (ডেটা সেন্টার)।

৬) আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।

৭) সফটওয়ার ডেভেলপার এবং টেস্টার (ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড)।

বেতন 

১) সহকারী অধ্যাপক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) – মাসিক ১৬৬,৫৪১ টাকা।

২) ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট – মাসিক ৯৮,৬৫১ টাকা।

৩) রিসার্চ অ্যাসোসিয়েট – মাসিক ৭৪,২০৩ টাকা।

৪) হিন্দি অফিসার – মাসিক ৭৪,২০৩ টাকা।

৫) আইটি ইঞ্জিনিয়ার (ডেটা সেন্টার) – মাসিক ৫৯,৪৭৮ টাকা।

৬) আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর – মাসিক ৫৯,৪৭৮ টাকা।

৭) সফটওয়ার ডেভেলপার এবং টেস্টার (ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড) – মাসিক ৫৯,৪৭৮ টাকা।

বিশেষ দ্রষ্টব্য – চাকরির শুরুতেই আনুমানিক মাসিক বেতন দেওয়া হয়েছে। বেসিক পে’র উপর প্রভিডেন্ট ফান্ড (পিএফ), মেডিক্লেম, গ্র্যাজুইটি-সহ বিভিন্ন সুযোগ মিলবে।

নিয়োগ প্রক্রিয়া 

১) সহকারী অধ্যাপক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর – অনলাইনে পরীক্ষা হবে। দিতে হবে লিখিত পরীক্ষা, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ।

২) ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসোসিয়েট – অনলাইন পরীক্ষা, স্কিল টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ হবে।

৩) আইটি ইঞ্জিনিয়ার (ডেটা সেন্টার), আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়ার ডেভেলপার এবং টেস্টার (ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড) – অনলাইন পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ হবে।

আবেদন ফি

আবেদনের জন্য প্রার্থীদের ১,০০০ টাকা দিতে হবে।

আবেদনের ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে

চলতি বছরের ডিসেম্বরেই হবে প্রিলিমিনারি পরীক্ষা। ফলাফল জানানো হবে ডিসেম্বর বা ২০২২ এর জানুয়ারি মাসে। এরপর মেইনস হবে ২০২২ এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। মেধাতালিকা অনুযায়ী নিয়োগ হবে ২০২২ এর এপ্রিলে। অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য প্রার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ করেছে আইবিপিএস কর্তৃপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest