Alia bhatt did not violate quarantine rules says bmc

কোভিড বিধি লঙ্ঘন করেননি আলিয়া ভাট, ভুয়ো রিপোর্ট ওড়াল BMC

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে FIR দায়ের আলিয়া ভাটের (Alia Bhatt) বিরুদ্ধে, বেশ কিছু সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এমন শিরোনামই দেখা গিয়েছিল। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ খুলল বৃহন্মুম্বই পুরসভা। সাফ জানিয়ে দিল যে, আলিয়া ভাটের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নয়, কারণ অভিনেত্রী যথাযথ কোভিড বিধি মেনেই দিল্লি উড়ে গিয়েছেন।

অনেকেই মনে করেছেন, করণ জোহরের (Karan Johar) দেওয়া পার্টি থেকে ফিরেই নাকি করোনা পজিটিভ হয়েছেন  (Kareena Kapoor) করিনা কাপুর খান ও অমৃতা আরোরা (Amrita Arora)। পরদিনই জানা যায়, সঞ্জয় কাপুর পত্নী মাহিপ কাপুর ও সোহেল খান পত্নী সীমা খানও কোভিড পজিটিভ। এরা দুজনেই করিনা ও অমৃতার ঘনিষ্ঠ বান্ধবী। গত ৮ ডিসেম্বর করণ জোহরের পার্টিতে এরা সকলেই উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে সেই পার্টিতে উপস্থিত ছিলেন আলিয়া ও।

করিনার কোভিড আক্রান্ত হওয়ার পরই বৃহন্মুম্বই পুরসভার (BMC) তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, যাঁরা সেদিন করণের বাড়ির নৈশভোজে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেককেই RTPCR টেস্ট করাতে হবে। এরপরেই আলিয়ার বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: স্বস্তি পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান, এনসিবি দফতরে সাপ্তাহিক হাজিরা থেকে অব্যাহতি

সেই খবর উড়িয়ে BMC’র তরফে জানানো হয়েছে, “কোভিড (Covid-19) রিপোর্ট নেগেটিভ আসার পরই আলিয়া দিল্লিতে গিয়েছিলেন, তাই অভিনেত্রীর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার বলিউডের আর কোনও তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।”

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মোশন পোস্টার লঞ্চ উপলক্ষে গোটা টিম নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন ছবির দুই মূল চরিত্র রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট।

আরও পড়ুন: বিয়ের পর প্রথমবার রান্নাঘরে ‘পঞ্জাবি বহু’ ক্যাটরিনা, জানেন ভিকির জন্য কী রাঁধলেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest