#RIPSSR: ঝুলিতে মাত্র ১১ সিনেমা! বাকি থেকে গেল অনেক ‘‌আনটোল্ড স্টোরি’, ফিরে দেখা ‘‌রাজপুত’‌ জীবন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। এই মর্মান্তিক খবরে শোকের ছাড়া বলিউডে। তিনি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা।

২০০৮-এ টেলিভিশন অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সুশান্ত। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রথমে অভিনয়ক করেছিলেন তিনি। যদিও একতা কপূরের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর বলিউডে তাঁর সফর শুরু হয়।

22RDP KAIPO SPAN articleLarge

২০১২-তে কাই পো চে – সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। এই সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমায় তাঁর অভিনয় সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল।

shuddh

এরপর শুদ্ধ দেশি রোমান্স সিনেমায় বাণী কপূর ও পরিণীতি চোপড়ার সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল।

ed47775e 3577 11e7 b30b 76e7402dac55

এরপর সুশান্ত ব্যস্ত হলেন ‘পিকে‘কে সামলাতে। আমির-ছটাতেও ঢাকা না পড়ে স্বমহিমায় জ্বলে উঠলেন ‘সরফরাজ’। 

ms dhoni review 1200

যদিও সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এসেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে অভিনয়ের মাধ্যমে। সুশান্তের কেরিয়ারের পুরো দিশা বদলে দিয়েছিল যে ছবি তা এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ৷ ভারতের সর্বকালীন সেরা ক্রিকেট অধিনায়কদের মধ্যে অন্যতম মাহির জীবনকে সেলুলয়েডে চমৎকার ভাবে ফুটিয়েছিলেন তিনি ৷ সুশান্তের কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল ফুটিয়ে তুলেছিলেন অসামাণ্য দক্ষতায় ৷ তারকা উত্থানের সে এক পর্ব ৷ ফিল্ম ফেয়ারের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন: #GoneTooSoon: মুক্তির অপেক্ষায় ‘দিল বেচারা’? দর্শকদের প্রতিক্রিয়া জানা হলনা সুশান্তের

57644

ডিকেটটিভ ব্যোমকেশ বক্সী ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল৷ চিরাচরিত বাঙালি সত্যান্বেষীকে দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়েছিলেন তিনি ৷ ২০১৫-র এই ছবি বক্স অফিসে অবশ্য বিশেষ দাগ কাটতে পারেনি ৷

9dfa6662 ae27 11ea 99c1 b8a846b2b30c

এছাড়াও সোনচিড়িয়া ছবি বক্সঅফিসে দাগ না কাটলেও কাজকে কুর্নিশ করেছেন সমালোচকরা ৷ কিন্তু এত আলো ,এত শিরোনামের পরও জীবনের কোনও দুর্বল মুহূর্তে সমস্ত লড়াই থামানোর সিদ্ধান্ত নিলেন এই অভিজ্ঞ ও গুণী অভিনেতা ৷ ২০২০ -র ১৪ জুন শেষ করে দিলেন সব লড়াই ৷ শোকস্তব্ধ করে দিয়ে গেলেন সকলকেই ৷ 

Film Companion Review Kedarnath Sushant Singh Rajput Sara Ali Khan Abhishek Kapoor lead 1

কেদারনাথ সিনেমায় সারা আলি খানের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়াও তিনি অভিনয় করেছেন রাবতা, ওয়েলকাম টু নিউ ইয়র্ক এবং ড্রাইভ সিনেমাতে।

chhichhore 1567747327

ছিছোরে তাঁর শেষ সিনেমা। গোটা ছবিটা আত্মহত্যার বিরুদ্ধে, প্রবল প্রতিকূলতাকে জয় করে কীভাবে জীবনকে উদযাপন করা যায়, তারই মন্ত্রগুপ্তি সিনেমাজুড়ে। শেষ ছবিতে আত্মহত্যার বিরুদ্ধে লড়লেন, আর নিজেই কিনা সেই পথেই হাঁটলেন? ‘কথা রাখলেন না সুশান্ত’…

আরও পড়ুন: বলিউডে পা রেখেই একের পর এক সম্পর্ক! কিন্তু পরিণতি পেল না জীবন…

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest