ফ্যাশন ফিয়েস্তা! মধুমিতার ইন্সটা গ্যালারি থেকে নিতেই পারেন পুজো সাজের অনুপ্রেরনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সেই ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের চঞ্চল মেয়ে পাখি কুমারী ঘোষ দস্তিদার। তার সেই আনারকলি কাটের সালোয়ার পরা লুক আজও দর্শকের চোখের সামনে ভাসে। সেই জায়গা থেকে নিজের সমস্ত পরিচিত ছক ভেঙে স্টাইলিশ মধুমিতার যাত্রাপথ মোটেই সহজতর ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একটু একটু করে ভেঙেছেন মধুমিতা। তার এই নতুন লুক নজর কেড়েছে সব বয়সি দর্শকের। তিনি এখন রীতিমতো স্টাইল আইকন। নিত্যদিন বেড়েই চলেছে তার ভক্তের সংখ্যা।

দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। আগামী সপ্তাহ থেকেই ঢাকে পড়বে কাঠি, শুরু হবে পুজোর তোড়জোড়। এই পুজোর সময়েই কীভাবে নতুন ভাবে নিজেকে তুলে ধরা যায়, কীভাবে সকলের সামনে অনন্য হয়ে ওঠা যায়, এসব নিয়ে বিভিন্ন ফ্যাশনের টিপস দিলেন মধুমিতা। ইতিমধ্যেই তিনি সানন্দার বোধন ২০২০-এর শুটিং শেষ করেছেন। তারই একঝলক দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পুজোর কোনদিন কীভাবে সাজলে, কি কি পোশাক পড়লে স্টাইলিশ দেখাবে, এসবেরই টিপস আছে সানন্দা ফ্যাশনে।

আরও পড়ুন: খোলা চুল, শিফন শাড়ি! প্রথমবার লাস্যময়ী অবতারে ধরা দিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘শ্যামা’

মধুমিতার মতে মিনিমাল মেকআপেই সেজে ওঠা হল পুজোর ইউএসপি। অতিরিক্ত মেকআপ মানেই সময় ও এনার্জি নষ্ট।

https://www.instagram.com/p/CGRkIdrJd0q/?utm_source=ig_web_copy_link

মধুমিতার ইন্সটা গ্যালারি পুজোর প্রত্যেকদিনের জন্য ফ্যাশনের জন্য আদর্শ উদাহরণ।তার থেকে আপনি অনুকরণ করতেই পারেন। পঞ্চমীতে ট্রাই করতে মধুমিতার মত গোলাপি ফ্লোরাল ড্রেস।

https://www.instagram.com/p/CFd-Bx8peBj/?utm_source=ig_web_copy_link

ষষ্ঠীতে সাদা ক্রপ টপ এবং সাদা প্যান্টের সঙ্গে প্রিন্টেড জ্যাকেটই হল পারফেক্ট সাজ। ব্লাশ মেকআপের সঙ্গে শেষ করুন ষষ্ঠীর লুক।

https://www.instagram.com/p/CE3R_p_J4Fg/?utm_source=ig_web_copy_link

সপ্তমীতে হট প্যান্ট এবং হালকা টিশার্ট অত্যন্ত কমফার্টেবল। গরম যদি বাড়তে থাকে, তার জন্য এই পোশাক থাকে, তার জন্য এই পোশাক একেবারে আদর্শ।

https://www.instagram.com/p/CGUGAN-JnbU/?utm_source=ig_web_copy_link

অষ্টমীর দিন সকালে অঞ্জলিতে হলুদ রঙের শাড়ি ভারী গয়নার সঙ্গে যথেষ্ট।

https://www.instagram.com/p/CGCF-vNJW21/?utm_source=ig_web_copy_link

অন্যদিকে সেদিন রাতে নীল রঙের অন্যদিকে সেদিন রাতে নীল রঙের শাড়ি হল পারফেক্ট।

https://www.instagram.com/p/CFYsl5QJpqd/?utm_source=ig_web_copy_link

নবমীতে হালকা নীল রঙের স্পেগেটি ক্রপ টপ এবং একই রঙের লং ফ্লাফি স্কার্টে সেজে উঠুন। ম্যাট মেকআপ এই লুকের জন্য আদর্শ।

https://www.instagram.com/p/CFtYl0TJKiv/?utm_source=ig_web_copy_link

চাইলে একদিন ট্রাই করতে পারেন লেহেঙ্গাও।

আরও পড়ুন: একদিনেই ৩ মিলিয়ন ভিউ! ঝড় তুললো নুসরাত ফারিয়ার নতুন গান ‘আমি চাই থাকতে’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest