Gantchora Again In Top Position among the Bengali maga serials, Mithai comes Second

TRP: খড়ি- ঋদ্ধি প্রেমে পড়তেই আবার বাংলা-সেরা ‘গাঁটছড়া’, দ্বিতীয় স্থানে কে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঋদ্ধিমান সিংহরায় আর তার স্ত্রী খড়ি। সিংহরায় বাড়ির ছোট ছেলে কুণাল যাদের মজা করে ডাকে ‘আদা-কাঁচকলা’ বলে। সারা ক্ষণ কথা কাটাকাটি তাদের। তবু বিপদ এলেই তারা একজোট। প্রচার ঝলক বলছে, ইদানীং নাকি ঝগড়া ভুলে ঋদ্ধি-খড়ি রোম্যান্সে ভাসছে। যা দেখে দর্শকেরাও দারুণ খুশি। ফলে, ইতিহাসের পুনরাবৃত্তি। চলতি সপ্তাহে ‘বাংলা সেরা’-র তকমা আবারও ‘গাঁটছড়া’র গায়ে।

দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই(Mithai)। যদিও নম্বরের তফাত দুই ধারাবাহিকের মধ্যে অনেক কম, মাত্র ০.২। ধুলোকণা তৃতীয় স্থানে আসায় টাইমস্লটে সেরার জায়গা ফিরে পেয়েছে মিঠাই। চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো। আর পঞ্চম স্থান পেয়েছে আলতা ফড়িং। এক নজরে দেখে নেওয়া যাক, কোন ধারাবাহিক পেল কত নম্বর?

আরও পড়ুন:

প্রথম-  গাঁটছড়া (৭.৫)
দ্বিতীয়- মিঠাই (৭.৩)
তৃতীয়- ধুলোকণা (৭.১)
চতুর্থ- গৌরী এলো (৭.০)
পঞ্চম- আলতা ফড়িং (৬.৭)
ষষ্ঠ-    উমা (৬.৪)
           লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
সপ্তম- মন ফাগুন (৬.১)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.০)
নবম- লালকুঠি (৫.৮)
দশম- পিলু (৫.৭)
          আয় তবে সহচরী (৫.৭)

প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে রাহুল রুকমা জুটির লালকুঠি। এই জুটিকে অনেকদিন ধরেই ছোটপর্দায় মিস করছিল দর্শক। এবার তাঁদের ফিরে পাওয়া গেছে এই নয়া ধারাবাহিকে।  অন্যদিকে সুস্মিতা দে-র ‘বৌমা একঘর’-এর প্রাপ্ত নম্বর ৫.০।

আরও পড়ুন:

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest