করোনামুক্ত কঙ্গনা, ‘ভাইরাসকে অপমান করলে অনেকে তো আবার রেগে যাবেন’ আজব দাবি অভিনেত্রীর

কোভিড নেগেটিভ হলেন কঙ্গনা। গত ৮ মে নাগাদ হিমাচল প্রদেশ যাওয়ার আগে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল বলিউড কুইনের।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড নেগেটিভ হলেন কঙ্গনা। গত ৮ মে নাগাদ হিমাচল প্রদেশ যাওয়ার আগে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল বলিউড কুইনের। বিতর্কে থাকা বলি কুইনের কোভিড আক্রান্ত হওয়া নিয়েও তৈরি হয় বিতর্ক। অবশেষে কোভিড মুক্ত হয়েই নিজেই পোস্ট করে সে কথা জানিয়েছেন পর্দার তন্নু। তবে কঙ্গনার পোস্ট কী আর বিতর্ক মুক্ত হতে পারে! ঠোঁট কাটা অভিনেত্রীর করোনা মুক্তির পোস্টেও নিশানায় সমালোচকরা।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর নিজের ইনস্টাগ্রাম পোস্টে রীতিমতো হুংকার দিয়েছেন কঙ্গনা। তিনি লিখেছেন, ‘আমি তো জানতামই না ভাইরাসটা আমার দেহে পার্টি করছে। তবে আমি খুব দ্রুত ভাইরাসকে ধ্বংস করব।’ একইসঙ্গে করোনার সংযোজন, ‘এটা এমন কিছুই নয়। একটা সাধারণ ফ্লু। তাই আপনারা যত ভয় পাবেন, এটা আপনাদের তত ভয় পাওয়াবে।’ সংবাদমাধ্যম এই ভাইরাস নিয়ে অহেতুক বাড়াবাড়ি করছে বলেও মত কঙ্গনার। করোনাভাইরাসকে অযথা হাইলাইট করার জন্যই মানুষ আতঙ্কিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: প্রতিশ্রুতি রাখলেন Mamata, ৫০ বছর পর রাজ্যে ফিরছে বিধান পরিষদ

KR 1621321234831

একটি ধ্যানমগ্ন পোজের ছবি পোস্টের সঙ্গে অভিনেত্রীর লিখেছিলেন,’ গত কয়েকদিন যাবৎ শারীরিকভাবে একটু দুর্বল বোধ করছিলাম। চোখেও ছিল জ্বালাজ্বালা ভাব। তাই নিজের করোনা পরীক্ষা করিয়েছিলাম।’  একই ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা আরও জানিয়েছিলেন, তাঁর কোনও ধারণাই ছিল না যে এই করোনা তাঁর শরীরে বাসা বেঁধে জমিয়ে ‘পার্টি’ করতে ব্যস্ত!

তবে এরপরেই নিজের ফলোয়ার্সদের তারকার ‘অভয়বাণী’, ‘আমার শরীরে আস্তানা গড়া এই করোনাকে খতম আমি করবই। করোনাকে মোটেও ভয় পাবেন না, তাহলে উল্টে আপনাকেই আরও বেশি করে ভয় পাববে করোনা।’ এই অতিমারী ঘটানো জীবাণু সম্পর্কে অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর মতে করোনা শুধুমাত্র একটি ‘স্মল টাইম ফ্লু।’ আর এই ‘স্মল টাইম ফ্লু’ বলাতেই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

সম্প্রতি একের পর এক বির্তকিত মন্তব্যের জেরে টুইটার থেকে আজীবনের মতো নির্বাসিত হন কঙ্গনা কিন্তু তাতেও বন্ধ হয়নি তাঁর বিস্ফোরক পোস্ট। টুইটার বন্ধ হওয়ায় এবার হাতিয়ার ইনস্টা। অভিযোগ, নিজের ইনস্টা অ্যাকাউন্টে বাংলার ভোট সংক্রান্ত কিছু ছবি ও পোস্ট তিনি করেন যাঁকে বিদ্বেষমূলক ও উস্কানিমূলক বলে দাবি তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই নেটিজেনদের তরফেও অনেকে ওই ছবি নিয়ে আপত্তি জানিয়ে অ্যাকাউন্টটি রিপোর্ট করেছেন।

আরও পড়ুন: Covid Health Update: কেমন আছেন অভিনেত্রী সন্ধ্যা রায়? কী বলছেন চিকিৎসকরা?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest