প্রয়াত মোনালি ঠাকুরের বাবা, গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত হলেন অভিনেতা ও গায়ক শক্তি ঠাকুর। তাঁর বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শক্তিবাবুর মৃত্যুর খবর জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮।

ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় শক্তি ঠাকুরের। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। সোমবার কাক ভোরে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান অভিনেতা-গায়কের। একাধিক বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপশি প্লেব্যাকও করেছিলেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাঁর ছোট মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি গানের জগতে উজ্জ্বল নাম।

আরও পড়ুন: শুটিং চলাকালীন অসুস্থ, করোনা আক্রান্ত বাহুবলীখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া

বাবার শেষকৃত্যর পরে মেহুলি গোস্বামী ঠাকুর জানান, ‘‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়…. জীবনে কোনোদিনও শ্মশানে আসিনি…. আজ সবই জীবনে প্রথম বার…… বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন…….. তুমি কি কোনোদিনও কোনো পাপ করোনি বাবা?….. নইলে এভাবে দু’ঘন্টার মধ্যে কে চলে যায়? “ধুর আর ভাল্লাগছেনা” বলে চলে গেলে…… সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকাবকি করতাম…… আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা?….. আমি তো তোমার কার্বন কপি…. আমিও তোমারি মত তাড়াহুড়ো করে চলে যাব দেখো……… কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম……।’’

আরও পড়ুন: ‘ব্ল্যাক উইডো’র হিন্দি রিমেকে পরম, স্বস্তিকা ও রাইমা! তারকা খচিত কাস্টের কথা ঘোষণা করে প্রকাশ্যে এল ভিডিও

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest