Corona Vaccine: To get a simpler vaccine, now go to WhatsApp for booking the vaccine

Corona Vaccine: এবার হোয়াটসঅ্যাপেই হবে টিকার বুকিং, সেভ করে নিন নম্বর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিকটস্থ টিকাকেন্দ্র খোঁজা এবং ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা, দুটিই এবার হবে WhatsApp-এ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, MyGov করোনা হেল্পডেস্ক এখন সরাসরি হোয়াটসঅ্যাপেই।

এতদিন কো-উইন অ্যাপের মাধ্যমে করোনা টিকার জন্য স্লট বুক করা যেত। এবার সেই পদ্ধতির আরও সরলীকরণ করা হল। স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, এর ফলে করোনার টিকা নেওয়া হবে আরও সহজ। হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট-ও কেন্দ্রের সঙ্গে এই জুটি বাঁধার বিষয়ে জানিয়েছেন।

আরও পড়ুন: এবার হোয়্যাটসঅ্যাপেও পাওয়া যাবে করোনা টিকার Certificate, ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

এর মাধ্যমেই সরাসরি MyGov করোনা হেল্পডেস্কের চ্যাটবট রিপ্লাই দেবে। এর আগে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এমন একটি ব্যবস্থা চালু করেছিল। কলকাতার ১৬টি বরোর বাসিন্দাদের জন্য হোয়াটসঅ্যাপে স্লট বুকিংয়ের সুবিধা চালু করে নবান্ন। 8335999000 নম্বরে Hi লিখে পিং করলেই পাওয়া যাচ্ছিল টিকাকরণ সংক্রান্ত তথ্যাদি ও স্লট বুকিংয়ের সুযোগ।

কীভাবে বুক করা যাবে স্লট?

  • মোবাইলে 9013151515 নম্বরটি সেভ করুন।
  • নম্বরটিতে Book Slot লিখে পাঠান।
  • এর পর আপনার নম্বরে একটি কোউইন থেকে একটি ৬ ডিজিটে ওটিপি পাঠানো হবে।
  • ওটিপি দিলে তারিখ, স্থান, কোন ডোজ, কোন টিকা নেবেন তা বাছাই করে নেওয়ার সুযোগ মিলবে।
  • নিজের সুবিধা অনুযায়ী স্লট বেছে নিলে ফোনে একটি মেসেজ আসবে।
  • টিকা কেন্দ্রে গিয়ে ওই মেসেজ দেখালেই টিকা নেওয়া যাবে।

আরও পড়ুন: Amazon-এর রয়েছে এই ‘সিক্রেট’ ওয়েবসাইট, যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস পেতে পারেন আপনি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest