Army Helicopter Crash: Group Captain Varun Singh dies of injuries in hospital

Chopper Crash: সাতদিনের লড়াই শেষ, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র তিনিই রক্ষা পেয়েছিলেন। এ দিন সকালে বেঙ্গালুরুর বায়ুসেনার কম্যান্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বরুণ সিংয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ৮ ডিসেম্বর তামিলনা়ড়ুর সুলুর থেকে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশে আকাশে উড়েছিল সেনার এমআই-১৭, ভি- ৫ হেলিকপ্টার। সওয়ারি হিসেবে ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির একটি চা বাগানের উপর আচমকাই ভেঙে পড়ে কপ্টার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। তার পর আরও একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস-সহ সকলের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তাঁর শরীরের বেশির ভাগ পুড়ে গিয়েছিল বলে খবর। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর কমান্ড হাসপাতালে। টানা ৭ দিন বরুণ সিংহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, শেষ পর্যন্ত হেরে গেলেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত আরোহী বরুণের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest