Gautam Adani overtakes Mukesh Ambani as Asia’s richest person

একলাফে সম্পত্তি বাড়ল প্রায় কয়েকগুণ! মুকেশকে পিছনে ফেলে এশিয়ার ধনী গৌতম আদানি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একলাফে সম্পত্তি বাড়ল প্রায় কয়েকগুণ। আর সেই সম্পদের জোরেই এবার মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ৫৯ বছর বয়সি গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ পৌঁছেছে ৮৮.৫ বিলিয়ন।  তাঁর ব্যক্তিগতভাবে তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার। বিশ্বের বৃহত্তম সম্পদ অর্জনকারীর স্থানও দখল করেছেন।

২০২০ সালের এপ্রিল মাস থেকেই গৌতম আদানির সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৮ মার্চ ২০২০ সালে আদানির সম্পত্তির নেট মূল্য ছিল ৪.৯১ বিলিয়ন মার্কিন ডলার। ২০ মাসের মধ্যে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের তুলনায় ১৮০৮ শতাংশেরও বেশি। তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে মুকেশ আম্বানি। তাঁর মোট বেড়েছে মাত্র ২৫০ শতাংশ।

আরও পড়ুন: Hijab Row: জেলায় জেলায় অশান্তি, ৩ দিন স্কুল-কলেজ বন্ধের নির্দেশ কর্ণাটক সরকারের

জানা গিয়েছে, তিনি পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিমানবন্দর, ডেটা সেন্টার এবং প্রতিরক্ষা চুক্তিতে অগ্রসর হচ্ছেন। মুম্বাই-ভিত্তিক ব্রোকারেজ এইচডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের রিটেল রিসার্চের প্রধান দীপক জাসানি বলেছেন, ” আদানি গ্রুপ সঠিক সময়ে ঘটতে থাকা সমস্ত সেক্টরে প্রবেশ করেছে। যা বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে।”   যদিও অস্ট্রেলিয়ায় তাঁর বিতর্কিত খনি প্রকল্প নিয়ে আপত্তি তুলেছেন পরিবেশবিদরা। এমনকী, গ্রেটা থুনবার্গের মতো পরিবেশবিদরাও সরব হয়েছেন আদানির সংস্থার বিরুদ্ধে।

এবছর যেমন আদানির চোখধাঁধানো সাফল্য দেখল বিশ্ব। ২০২০ সালে তেমনই সাফল্যের চূড়া স্পর্শ করেছিল অম্বানিদের সংস্থা। তেল থেকে পেট্রোকেমিক্যাল, নানাক্ষেত্রে সাফল্যের মুখ দেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পাশাপাশি, গুগল ইংক এবং ফেসবুকে বিনিয়োগ করেও কারিগরি ক্ষেত্রে বিপুল লাভবান হয়েছিলেন অম্বানিরা। এবছর, আর্থিক অগ্রগতির সেই পেন্ডুলামটাই যেন ঘুরে গিয়েছে আদানিদের দিকে।

আরও পড়ুন: Punjab Election: সিধু নন, কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চান্নি! ঘোষণা রাহুলের…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest