PRASHANT KISHOR HOLDS MEETING WITH RAHUL GANDHI EYEING 2024 ELECTIONS

রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে প্রশান্ত কিশোর, ২০২৪-এর তাগিদেই মিটল দূরত্ব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০১৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল প্রশান্ত কিশোরের৷ উত্তর প্রদেশে কংগ্রেসও বিশ্রী ভাবে হেরেছিল৷ হতাশ প্রশান্ত কিশোর বলেছিলেন, রাহুল গান্ধি এবং কংগ্রেসের সঙ্গে কাজ করা যায় না৷ ভবিষ্যতে তিনি আর কংগ্রেসের হাত ধরবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন প্রশান্ত কিশোর৷

কিন্তু রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয়৷ তাই ফের সেই রাহুল গান্ধির সঙ্গেই আলোচনার টেবিলে বসলেন প্রশান্ত কিশোর৷ এ দিন দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে বসেন প্রশান্ত৷ বৈঠকে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও৷ মূলত আগামী বছরের পঞ্জাব, উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হলেও আসলে ২০২৪-এ বিজেপি-কে ধরাশায়ী করার লক্ষ্যেই দূরত্ব মিটিয়ে কাছাকাছি এলেন রাহুল এবং প্রশান্ত, এমনটাই মত রাজনৈতিক মহলের৷

আরও পড়ুন : বাংলাদেশে ৭ দিনের আনলক, ২৩ থেকে ফের লকডাউন

উত্তরাখণ্ড, গুজরাত,  উত্তর প্রদেশের মতো আগামী বছর পঞ্জাবেও নির্বাচন৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর পরামর্শদাতা হিসেবে আগেই নিযুক্ত হয়েছেন প্রশান্ত কিশোর৷ পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় থাকলেও অমরিন্দর সিং এবং নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব নির্বাচনের আগে কংগ্রেসের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এমন কি, সিধুর আম আদমি পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল৷ এই পরিস্থিতিতে পঞ্জাবের রাজনৈতিক অঙ্ক নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল৷ কারণ পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াতও বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর৷

আবার উত্তর প্রদেশে বিজেপি যতটা শক্তিশালী, ততটাই দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস৷ কিন্তু ২০২৪-এ বিজেপি-কে ধাক্কা দিতে গেলে উত্তর প্রদেশে কংগ্রেসের ভাল ফল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ফলে উত্তর প্রদেশে ঘুরে দাঁড়ানো রণকৌশলও রাহুল- প্রশান্ত- প্রিয়াঙ্কার আলোচনায় উঠে আসবে, এমনটা ধরেই নেওয়া হচ্ছে৷ একই ভাবে বাকি যে রাজ্যগুলিতে আগামী বছর নির্বাচন রয়েছে, সেগুলি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে৷

তবে উত্তর প্রদেশ, পঞ্জাব নিয়ে যতই আলোচনা হোক না কেন, এ দিনের বৈঠকের প্রেক্ষাপট আরও অনেক বড় বলেই মনে করা হচ্ছে৷ পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণা হওয়ার পর শরদ পাওয়ারের সঙ্গে একাধিক বার বৈঠক করেছেন প্রশান্ত কিশোর৷ বিজেপি বিরোধী নেতাদের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর৷ রাজনৈতিক মহলের খবর, আসলে এই বৈঠকগুলি থেকেও বার্তা দেওয়া হয়েছে কংগ্রেস নেতৃত্বকে৷ বুঝিয়ে দেওয়া হয়েছে, ২০২৪-এ বিজেপি-কে ক্ষমতা থেকে সরাতে গেলে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন৷ কিন্তু অতীতের মতো কংগ্রেসকে সেখানে সেনাপতি হিসেবে নয়, সহযোদ্ধার ভূমিকায় থাকতে হবে৷ প্রশান্ত কিশোর ঘনিষ্ঠ মহলে বুঝিয়ে দিয়েছেন, বাংলার মতো গোটা দেশেই বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেওয়া চলবে না৷ আর তা যদি করা যায়, তাহলেই ২০২৪-এ যে লক্ষ্যে বিরোধীরা এগোচ্ছেন, সেই লক্ষ্যপূরণ অনেকটা সহজ হবে৷

২০২৬ সাল পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক৷ এই পরিস্থিতিতে এ দিনের বৈঠকের পর কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের রসায়ন কোন দিকে এগোবে, পিকে-এর মডেলে রাহুল গান্ধিরা সায় দেবেন কি না, তা সময়ই বলবে৷ কিন্তু বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এ দিনের বৈঠকে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না৷

আরও পড়ুন : আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট; কোথায় জানা যাবে রেজাল্ট দেখে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest