OMG! সন্তানের জন্ম দেওয়ার আগেই সৎছেলেকে বিয়ে করলেন এই মহিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কখনও শুনেছেন সৎ ছেলের সঙ্গে সুখে সংসার পাততে স্বামীর ঘর ত্যাগ করেছেন মহিলা! আঁতকে উঠলেন তো? হ্যাঁ, এমন কাণ্ড ঘটিয়েই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় চর্চার শীর্ষে উঠে এসেছেন রাশিয়ান (Russia) ব্লগার মারিয়ানা বলমাশেভা।

বছর পঁয়ত্রিশের জনপ্রিয় ব্লগার মারিয়ানা বালমাশেভা কয়েক মাস আগে তাঁর আগের স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদ করেন। আর সেই বিচ্ছেদের কারণ ছিল ওই স্বামীর ২১ বছরের ছেলে ভ্লাদিমির ‘ভোভা’ শ্যাভিরিনের সঙ্গে তাঁর সম্পর্ক। তাঁকে বিয়ে করার জন্যই আগের স্বামীকে ডিভোর্স দেন তিনি।

এখন মারিয়ানা এবং ভ্লাদিমিরের সংসারে এক কন্যাসন্তান এসেছে। তবে তার ভূমিষ্ঠ হওয়ার আগেই ভ্লাদিমিরকে বিয়ে করে নিলেন মারিয়ানা। রাশিয়ার ক্রাসনোদার শহরে এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মারিয়ানা।

আরও পড়ুন: Republic Day 2021: মুক্তিযুদ্ধের স্বর্ণজয়ন্তী, দিল্লিতে প্রথমবার প্যারেড বাংলাদেশ সেনার

ভ্লাদিমিরের বাবা অ্যালেক্সি শ্যাভিরিনকে তিনি যখন বিয়ে করেন, তখন ভ্লাদিমিরের বয়স ৭ বছর। ভ্লাদিমির অ্যালেক্সির প্রথম পক্ষের সন্তান। অ্যালেক্সি এবং মারিয়ানা ৫ সন্তান দত্তকও নেন। ১০ বছর এক সঙ্গে থাকার পর বিচ্ছেদ হয়ে যায় মারিায়না এবং অ্যালেক্সির।

তাঁর প্রাক্তন স্বামী অভিযোগ করেছিলেন, ভ্লাদিমির ছুটিতে বাড়ি এলেই তাঁকে যৌন সুরসুরি দিতেন মারিনা। যদিও সেসব কানে তোলেননি মহিলা। তবে অভিযোগ যে নেহাত অমূলক ছিল না, পরবর্তীকালে তাঁর কাণ্ডকারখানাতেই তা স্পষ্ট হয়ে যায়। ২১ বছরের সৎ ছেলে ভ্লাদিমিরের প্রেমে পড়েন মারিনা। সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তাই ঠিক করেন সন্তান জন্ম দেওয়ার আগেই বিয়েটা সেরে ফেলবেন।

মানুষকে শরীরচর্চার পরামর্শ দেওয়াই পেশা বছর পঁয়ত্রিশের মারিনার। তাঁর ‘রঙিন’ জীবনের কাহিনি সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।  মা আর সৎ ছেলের কীর্তি অবাক করেছে নেটিজেনদের। অনেকেই প্রশ্ন করেছেন, এমনটাও সম্ভব! সত্যি, কী বিচিত্র এ বিশ্ব!

আরও পড়ুন: Covid-19 vaccination: টিকা নেওয়ার পর নরওয়েতে মৃত বেড়ে ২৯, বাড়ছে উদ্বেগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest