লকডাউনের শহরে বাইরে বের হতে লাগবে E-Pass, কীভাবে আবেদন করবেন, দেখে নিন…

ঘরের বাইরে পা রাখতে গেলে ই-পাস প্রয়োজন হবে বলে এ দিন জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবিবার সকাল থেকে ফের একবার কার্যত লকডাউন জারি হতে চলেছে গোটা রাজ্যে। সমস্ত পরিবহণ ব্যবস্থা বন্ধ করার পাশাপাশি নাইট কার্ফুও জারি করা হয়েছে। এই অবস্থায় জরুরি পরিস্থিতি ছাড়া ঘর থেকে বেরনোর ক্ষেত্রেও কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যদিও জরুরি পরিষেবা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে। যদিও এই পরিস্থিতিতে ঘরের বাইরে পা রাখতে গেলে ই-পাস প্রয়োজন হবে বলে এ দিন জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

শনিবার কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, ‘জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য আজ কলকাতা পুলিশ ই-পাস চালু করেছে। নিজের তথ্য দিয়ে দয়া করে এই ফর্মটি ফিলআপ করুন। আপনার ই-মেল আইডিতে একটি ই-পাস পাঠানো হবে। যাতায়াতের সময় সেই ই-পাস গাড়িতে আটকে দিতে পারেন। ‘

আরও পড়ুন: যোগীরাজ্যে গঙ্গার তীরে হাজার হাজার দেহ, ভিড় করছে চিল – শকুনের দল

কীভাবে ই-পাসের আবেদন করবেন, দেখে নিন –

১) coronapass.kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন।

২) নয়া একটি পেজ খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে ‘I Agree’ চেকবক্সে টিক মারুন।

৩) নয়া একটি পেজ খুলবে। তাতে ‘Individual’ বা ‘Organization’ চেকবক্স টিক দিন।

৪) তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন – সেই সংক্রান্ত তথ্য দিন। ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স টিক দিন। নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৫) তারপর Submit করুন।

৬) ইমেল আইডি বা মেসেজে কিউআর কোড সম্বলিত কোড পাবেন।

৭) পাস ডাউনলোড করে নিন।

৮) চেকিং পয়েন্ট বা পিকেটে সেই পাস দেখান।

৯) শুধুমাত্র যে এলাকা দিয়ে যাবেন এবং যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে, সেই সময়টুকু ছাড় পাবেন।

আরও পড়ুন: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম, দুপুরে নিমতলায় শেষকৃত্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest