Man tattoos in male genitalia but the result is not what he intended

Bizarre: পুরুষাঙ্গে প্রেমিকার নামের ট্যাটু করতে গিয়ে এ কি বিপদে পড়লেন যুবক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভালবাসার মানুষের নাম নিজের শরীরে ট্যাটু করিয়ে নেওয়ার প্রবণতা নতুন নয়। কিন্তু তা বলে পুরুষাঙ্গে ট্যাটু? অবিশ্বাস্য শোনালেও এমনই কাণ্ড ঘটিয়েছেন বছর একত্রিশের এক যুবক। কিন্তু এখানেই শেষ নয় ঘটনার। ট্যাটু করার পর ঘটে গিয়েছে বিপত্তি, স্থায়ী ভাবে ঋজু হয়ে গিয়েছে ওই ব্যক্তির অর্ধেক লিঙ্গ!

ঘটনাটি ঘটেছে ইরানে কেরমানশাহ নামক স্থানে। নিজের প্রেমিকার নামের আদ্যক্ষর নিজের লিঙ্গে ট্যাটু করানোর সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। সঙ্গে লেখেন, ‘তোমার যাত্রা শুভ হোক।’ প্রাথমিক ভাবে বিষয়টি প্রেমের চরম বহিঃপ্রকাশ মনে হলেও সপ্তাহখানেক যেতেই ওই যুবক বুঝতে পারেন, বিষয়টি আদৌ মজার নয়। কারণ ট্যাটু করার এক সপ্তাহ পর স্থায়ী ভাবে ঋজু হয়ে যায় তাঁর লিঙ্গ, সঙ্গে শুরু হয় ব্যথা। তবে পুরোটা নয়, লিঙ্গের অর্ধাংশই দৃঢ় হয়ে যায় তাঁর। গোটা ঘটনাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে যৌন রোগ সংক্রান্ত একটি বিজ্ঞানপত্রে।

আরও পড়ুন: Love Byte: মিলনের সময় সঙ্গীকে লাভ বাইট দিতে চান? জেনে নিন কিছু টিপস এন্ড ট্রিক্স

তিন মাস পরেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের দ্বারস্থ হতে বাধ্য হন ওই ব্যক্তি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এমন অর্ধদৃঢ় লিঙ্গের কারণ, ‘আর্টেরিওভেনাস ফিশচুলা’। আসলে ট্যাটু করানোর সময় সূচটি কোনও ভাবে লিঙ্গের বেশি গভীরে ঢুকে গিয়েছিল। আর তার থেকেই দেখা দেয় রক্ত সঞ্চালনের সমস্যা। সব মিলিয়ে চিকিৎসকদের বক্তব্য গোপনাঙ্গে এই ধরনের ট্যাটু করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এই ধরনের কাজ এড়িয়ে চলাই ভাল।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও(Viral Video) বার বার ভেসে উঠছে। সেই ভিডিও নিয়ে রীতিমতো আলোচনা শুরু করেছেন লোকজন। কয়েক মিলিয়ন ছাড়িয়েছে ভিউ সংখ্যা। তা কি আছে সেই ভিডিওতে? দেখা গিয়েছে, এক যুবক নগ্ন হয়ে নিজের যৌনাঙ্গে ট্যাটু করেছেন। যৌনাঙ্গে সুই ফোটাতেই প্রাণ নেওয়া চিৎকার শুরু যুবকের। কিন্তু তবুও ট্যাটু তাকে করাতেই হবে। অবশেষে মুখে তুলো গুঁজে চিৎকার করলেন তিনি। তবুও থামল না ট্যাটু। এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। নেটিজেনরা বলছেন ‘বলিহারি সখ”।

আরও পড়ুন: NFHS Report: ভারতীয় মহিলাদের যৌনজীবন কেমন? সরকারি রিপোর্টে বিস্ফোরক তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest