জানলা খুললেই এভারেস্ট! দূষণহীন কাঠমান্ডুর আকাশে বিরল দৃশ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কাঠমান্ডু: কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা গিয়েছে। এবার দেখা গেল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। একেবারে স্পষ্ট। ঝকঝকে, সোনা রংয়ের বরফে মোড়া পাহাড় মাথা উঁচু করে আছে। নেপালের কাঠমাণ্ডু থেকে এভারেস্টের চূড়া দেখত পেলেন সাধারণ মানুষ। অনেক দিন পর এমন এক দৃশ্য দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয়েরা। ২০০ কিলোমিটার দূরের এই পাহাড়কে এত স্পষ্ট এর আগে দেখা যায়নি।

বিশ্বব্যাপী করোনা সংক্রকমণের জেরে অধিকাংশ দেশেই লকডাউন আরোপ করা হয়েছে। এর ফলে রাস্তায় উল্লেখযোগ্য হারে কমেছে গাড়ি চলাচল, আর তার জেরে দূষণ কমেছে চোখে পড়ার মতো। এ সবের ফলে কিছু দিন হল নেপালের রাজধানীর আকাশে আবার দেখা মিলছে এভারেস্টের, যা গত কয়েক দশকে নজরে পড়েনি।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এল পেঁজা বরফ! ব্যতিক্রমী ঘটনার সাক্ষী দিঘা

ব্যস্ত শহর কাঠমান্ডুতে সাধারণ পরিস্থিতিতে গাড়ির ভিড় ও অসংখ্য রেস্তোরাঁয় মানুষের ঢল নামতে দেখা যায়। কিন্তু লকডাউনে গাড়ি চলাচল আর রেস্তোরাঁ চালু রাখার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে নেপাল সরকার। ফলে এই দুইয়ের দৌলতে প্রতিদিন যে পরিমাণ বায়ুদূষণ হয়, তা আপাতত বন্ধ হয়েছে।

দূষণ কমার কারণে শহরের পরিবেশের হাল ফিরেছে। তাই আবার ধোঁয়াশামুক্ত ঝকঝকে আকাশে ঝলমলিয়ে উঠেছে মাউন্ট এভারেস্ট এবং তার আশপাশের বহু বরফচুড়োয দীর্ঘ কাল পরে সেই বিরল দৃশ্যের ছবি তুলতে ৮ব্যস্ত হয়ে পড়েছেন কাঠমান্ডুবাসী। তাঁদেরই অনেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা দ্রুত আলোড়ন তৈরি করে। 

ঘটনা হল, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ ভাবেই পঞ্জাবের জলন্ধর শহরের বাসিন্দারা বহু বছর পরে ফের দিগন্তে ধৌলাধর শিখর দেখে উচ্ছ্বাসে মেতেছিলেন। পরিবেশ দূষণের কারণে ধীরে ধীরে জলন্ধরের আকাশ থেকে মুছে গিয়েছিল এই অপরূপ দৃশ্য। 

আরও পড়ুন: টানা লকডাউনে যৌন জীবনে একঘেয়েমি আসছে? জেনে নিন কাটিয়ে ওঠার উপায় …

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest