Anushka Sharma Sledges Virat Kohli, Imitates His Celebration

Anushka Sharma: প্রকাশ্যে কোহলির সেলিব্রেশন নকল করলেন অনুষ্কা, লজ্জায় ‘লাল’ Virat

দলের উইকেট পড়লেই উৎসব শুরু বিরাট কোহলির। হয়তো তিনি ক্যাচও নেননি। কিন্তু বোলারের থেকেও বেশি উৎসব করেন বিরাট। এমনটাই মত স্ত্রী অনুষ্কা শর্মার। যা শুনে লজ্জায় পড়ে গেলেন বিরাট।

আইপিএলের মধ্যেই স্পোর্টস ব্র্যান্ড পুমার ‘জ্যাম অ্যান্ড ফ্যাম’ একটি অনুষ্ঠানে যোগ দেন বিরাট এবং অনুষ্কা। দীর্ঘদিন ধরেই পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিরাট। সেই অনুষ্ঠানের হাসিঠাট্টার মধ্যেই অনুষ্কাকে বিরাটের সেলিব্রেশন নকল করে দেখাতে বলেন সঞ্চালক। সেই আর্জি শুনে অনুষ্কা একেবারে উৎফুল্ল হয়ে ওঠেন। তিনি নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন। তারপর বিরাটের সেলিব্রেশনের নকল করে দেখান। একেবারে দাঁত-মুখ খিঁচিয়ে, চূড়ান্ত লম্ফঝম্ফ করে বিরাটের সেলিব্রেশন করেন অনুষ্কা।

বউয়ের সেই কাজ দেখে হাসিতে ফেটে পড়েন বিরাট। অনুষ্কাও হাসি চাপতে পারেননি। বিরাটকে বলতে শোনা যায়, ‘বসে পড় ইয়ার, এটা কী হল ইয়ার।’ বসে পড়েও বরের সেলিব্রেশন নিয়ে হাসি থামাতে পারেননি অনুষ্কা। তিনি বলেন, ‘কখনও কখনও বিরাট যেভাবে সেলিব্রেশন, সেভাবে তো বোলারও সেলিব্রেট করে না।’

বিরাট বলেন, “মাঠে ও রকম করে ফেলি ম্যাচের মধ্যে। পরে রিপ্লে দেখে আমি নিজেই লজ্জা পাই।”

বিরাট ব্যাট করার অভিনয় করেন। পিছনে উইকেটরক্ষক অনুষ্কা। সেখান থেকে বিরাটকে ‘স্লেজ’ করেন তিনি। অনুষ্কা বলেন, “চলো চলো বিরাট, আজ তো একটু রান করে করো।” যা শুনে বিরাট হাসেন। অনুষ্কা জড়িয়ে ধরেন বিরাটকে। পাল্টা বিরাট বলেন, “তোমার পুরো দলের অত রান নেই, যত ম্যাচ খেলেছি আমি।”