FIFA Lifts Suspension, India To Host U-17 Women's World Cup 2022

FIFA: স্বস্তির খবর ফিরল ভারতীয় ফুটবলে! সাসপেনশন তুলে নিল ফিফা

ঠিক ১১ দিনের মাথায় স্বস্তির খবর এল ভারতীয় ফুটবলে। শুক্রবার রাতে এআইএফএফকে একটি ইমেল করে ফিফার তরফে জানিয়ে দেওয়া হল, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ইমেলে লেখা হয়েছে, ‘এআইএফএফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অফ ফিফা কাউন্সিলে।’

দুদিন আগেই জানা গিয়েছিল সঠিক পথে ভারতীয় ফুটবলকে সরকার ফিরিয়ে আনার ইঙ্গিত দেওয়ার পরেই নরম হয়েছিল ফিফা। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ভেঙে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্য সংস্থা এবং তাদের প্রতিনিধিরাই সঠিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাবেন জানা গিয়েছিল।

আরও পড়ুন: FIFA: ‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপে ব্যান! পাকিস্তান, ইরাক, নাইজেরিয়ার সঙ্গে লজ্জার একাসনে ভারত

কেন্দ্রীয় সরকারকে আদালতের তরফ থেকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছিল। সলিসিটার জেনারেল তুষার মেহতা নিজেও আশাবাদী ছিলেন ফিফার সাসপেনশন বেশিদিন থাকবে না। ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। নির্বাচন দ্বিতীয় সেপ্টেম্বর। প্রেসিডেন্ট পদের জন্য কল্যান চৌবের সঙ্গে লড়াই বাইচু ভুটিয়ার। ফিফা জানিয়ে দিয়েছে পূর্ব নির্ধারিত মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতের মাটিতেই হবে। পাশাপাশি এটিকে মোহনবাগান এবং কেরলের এএফসি কাপের ম্যাচ খেলা নিয়ে আর জটিলতা থাকল না।

শুক্রবার এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, সিওএ-র বিধান খারিজ করা হয়েছে। পাশাপাশি, এআইএফএফের দৈনন্দিন কাজকর্ম সামলাবেন সংস্থার কর্তাই, সেটাও বলা হয়েছে। এআইএফএফের নির্বাচন কী ভাবে সম্পন্ন হচ্ছে, তার উপর ফিফা এবং এএফসি নজর রাখবে।

আরও পড়ুন: India-Pakistan ম্যাচের বসে দেখার টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা, দাম কত জানেন?