India vs Sri Lanka 2022: India beat Sri Lanka by 238 runs in the 2nd Test to clinch series

India vs Sri Lanka 2022: আড়াইদিনেই শেষ দ্বিতীয় খেলা, টেস্টেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতিরোধ গড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু লাভ হল না। দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল আড়াই দিনেই। বেঙ্গালুরুতে দিনরাতের টেস্টে ২৩৮ রানে জিতে সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম করল রোহিত শর্মার ভারত।

দ্বিতীয় দিনের শেষে ২৮ রানের বিনিময়ে ১ উইকেট হারিয়েছিল লঙ্কানরা। দিন রাতের টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। তৃতীয় দিনের খেলা শুরুর এক ঘণ্টার মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন কুসল মেন্ডিস। করুণারত্নে-মেন্ডিস জুটিকে ভাঙার চেষ্টা করতে থাকেন বুমরা-অশ্বিনরা। কিন্তু এই জুটির লড়াকু মনোভাব ফুটে ওঠে তাঁদের ব্যাটিংয়ে। তবে ১৯.৪ ওভারের মাথায় এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৪ রান করে মেন্ডিস ফেরেন প্যাভিলিয়নে।

ক্যাপ্টেন করুণা কিন্তু তখনও অবিচল ক্রিজে। এর পর এক এক করে লঙ্কান ক্রিকেটাররা এলেন আর গেলেন। প্রথম ইনিংসে ৪৩ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস খাতা খুলতে না খুলতেই (১) ড্রেসিংরুমে ফিরে গেলেন। ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে এল মাত্র ৪ রান। তারই মাঝে দলের ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন অধিনায়ক করুণারত্নে। সিলভা মাঠ ছাড়লে নিরোসান ডিকওয়েলা ক্যাপ্টেনকে সঙ্গ দেওয়া শুরু করেন।

আরও পড়ুন: Russia Ukraine War: বিক্রি হয়ে যাচ্ছে চেলসি ! কেনার দৌড়ে PSL দলের মালিক

ডিকওয়েলার সঙ্গে চা বিরতি অবধি দলকে টানেন করুণা। কিন্তু দ্বিতীয় সেশনের খেলা বেশিদূর গড়াল না তার মধ্যেই পঞ্চম উইকেট পড়ল শ্রীলঙ্কার। ১২ রান করে মাঠ ছাড়লেন ডিকওয়েলা। তখন এলেন চরিথ আসালঙ্কা। তবে ক্যাপ্টেনের সঙ্গে তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫ রান করেই উইকেট দিয়ে বসেন অক্ষর প্যাটেলকে।

এর পরও করুণা খেলা চালিয়ে চান। এম্বুলডেনিয়া (২), লকমল (১), বিশ্ব (২) শুধু সময়ের ব্যবধানে উইকেট দিয়ে গেলেন। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম সেঞ্চুরিটা করেন করুণারত্নেই। ১৭৪ বলে ১০৭ রান করে যান করুণা। যার মধ্যে ছিল ১৫টি চার। কোনও বোলারই টলাতে পারছিলেন না করুণাকে। ঠিক সেই সময় বুমরা জাদুতে বোল্ড আউট হন শ্রীলঙ্কান অধিনায়ক।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাঁচটি উইকেট তুলে নিয়ে নজির গড়েছিলেন বুমরাহ। আর সোমবার নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় অষ্টম স্থানটি দখল করলেন তিনি। পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে। টেস্টে ৪৪০টি উইকেট উইকেটের মালিক হয়ে গেলেন তিনি।

আরও পড়ুন: IPL 2022: অধিনায়কের নাম ঘোষণা RCB-র, কোহলির জুতোতে পা প্রোটিয়া তারকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest