৯ এপ্রিল শুরু, ৩০ মে ফাইনাল, কলকাতা-সহ ৬ কেন্দ্রে হতে পারে IPL

বোর্ড সুত্রে খবর এপ্রিলের ৯ তারিখ থেকে শুরু হতে পারে বিশ্ব ক্রিকেটের সব থেকে দামি ক্রিকেট লিগ (IPL)।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কবে? কখন? কোথায়? আইপিএল (IPL)নিয়ে প্রশ্নের শেষ নেই। এর মাঝেই শনিবার আইপিএল শুরুর দিন নিয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া গেল। বোর্ড সুত্রে খবর এপ্রিলের ৯ তারিখ থেকে শুরু হতে পারে বিশ্ব ক্রিকেটের সব থেকে দামি ক্রিকেট লিগ। ফাইনাল হওয়ার কথা ৩০ মে। তবে এই দিন এখনও চূড়ান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

ভারতে মোট ৬টি কেন্দ্রে আইপিএল হবে। এই চ্যানেলের খবর অনুযায়ী খেলা হবে কলকাতা, মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই ও আমদাবাদে। জৈব সুরক্ষা বলয়ে ৫২ দিন ধরে মোট ৬০টি খেলা হবে।

আরও পড়ুন: এক বছর পর কোর্টে, জয় দিয়েই অভিযান শুরু করলেন সানিয়া মির্জা

কিন্তু এবার শুরু থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ভারতে করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। সম্ভবত সেটাই হতে চলেছে। জৈব সুরক্ষা বলয় তৈরি করে কোথায় কোথায় এত বড় প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব, সে ব্যাপারে অনেক চিন্তাভাবনা করেছে বিসিসিআই। শেষ পর্যন্ত তারা ৬টি শহর বেছে নিয়েছে।

ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফি এখন চলছে। সেটিও ভারতীয় বোর্ড জৈব সুরক্ষা বলয়ে আয়োজন করছে। সেটি হচ্ছে কলকাতা, বেঙ্গালুরু, সুরাত, ইনদওর, আলুর, চেন্নাই, জয়পুর, কামরেজ এবং নয়াদিল্লিতে।

শীর্ষে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহালিরা, প্রতিপক্ষ সেই ইংল্যান্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest