IPL Auction 2022: Sam Curran becomes most expensive player ever in IPL auction, Cameron Green and Ben Stokes bids break records

IPL Auction 2022: সর্বকালের সর্বোচ্চ দর পেলেন স্যাম কারান, দ্বিতীয় গ্রিন, তৃতীয় স্টোকস

শুক্রবার বেলা আড়াইটায় কোচিতে শুরু আইপিএলের মিনি নিলাম (IPL Auction 2022)। এই মঞ্চে মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম উঠছে। যার মধ্যে থেকে ৮৭ জন ক্রিকেটারকে কিনে নিতে পারবেন ১০টি ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি টাকা রয়েছে পাঞ্জাবের হাতে। সবচেয়ে কম টাকা নিয়ে নিলামের মঞ্চে কেকেআর।

আইপিএলের নিলামের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান। সর্বকালের সব থেকে বেশি দামে বিক্রি হলেন ব্রিটিশ তারকা। ক্রিস মরিসের অতীত রেকর্ড ভেঙে ১৮ কোটি ৫০ লক্ষ টাকার রেকর্ড মূল্যে কারানকে দলে নিল পঞ্জাব কিংস। এর আগে ২০২১ আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল। সেটাই ছিল সর্বোচ্চ। এ বার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন স্যাম কারান।

আরও পড়ুন: Argentina vs France: হারের পর বিক্ষোভ ফ্রান্স জুড়ে, সামলাতে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস

শুধু কারান একা নন। ক্রিস মরিসকে ছাপিয়ে গিয়েছেন ক্যামেরন গ্রিনও। ১৭ কোটি ৫০ লক্ষতে তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এ দিকে বেন স্টোকসকে চেন্নাই সুপার কিংস নেয় ১৬.২৫ কোটিতে। ইংল্যান্ডের তারকাও স্পর্শ করে ফেলেন মরিসকে। এ ছাড়া নিকোলাস পুরান এ দিন বিক্রি হল ১৬ কোটিতে। তাঁকে কিনল লখনউ সুপার জায়ান্টস।

মরিসের ১৬.২৫ কোটি দাম ওঠার আগে, ২০১৬ সালে যুবাজ সিং-এর দাম উঠেছিল ১৬ কোটি। সেটাই বহু দিন আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। সেই রেকর্ড ২০২১ সালে ক্রিস মরিস ভাঙেন। আর ২০২৩ আইপিএলের নিলামে সব হিসেব ওএলটপাল্ট হয়ে গেল। তাও ২০২৩ সালেজ জন্য মিনি নিলাম হচ্ছে।

আরও পড়ুন: Cristiano Ronaldo: মরশুম পিছু প্রায় ১৬৮ কোটি! আগামীকাল সৌদির ক্লাবে সই রোনাল্ডোর