হাওড়া স্টেশনের এই মহিলা টিটি এবার দেশের অলিম্পিক টিমে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: রাজস্থানের কাবরা গ্রামের মেয়ে ভাবনা জাট যেন ধোনির পথের পথিক। হাওড়া স্টেশনের ৪, ৫ ও ৬ নম্বরে গেটে দাঁড়িয়ে নভেম্বর পর্যন্ত যে মেয়েটা টিকিট পরীক্ষা করতেন, সেই ভাবনা এখন দেশকে অলিম্পিক পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।

ফেব্রুয়ারিতে রাঁচিতে ওপেন অ্যাথলেটিক্স মিটের ২০ কিলোমিটার হাঁটায় অলিম্পিকের টিকিট পান তিনি। যে সময় তিনি করেছেন তার থেকে ১ মিনিট কমালে পোডিয়ামে ওঠার সম্ভাবনা। সেই লক্ষ্যেই ভাবনা বেঙ্গালুরু সাইয়ে জাতীয় শিবিরে বিদেশি কোচ আলেকজান্ডারের কাছে প্রস্তুতিতে ব্যস্ত। আলেকজান্ডার অ্যাথলেটিক্স কর্তাদের বলেছেন, ভাবনার হাঁটার টেকনিক এতটাই ভালো যে, ২-৩ মিনিট সময় কমানো অসম্ভব নয়।

আরও পড়ুন : লকডাউন উঠলেও, পাকাপাকি বন্ধ হতে পারে বাংলার বহু মেল ও এক্সপ্রেস ট্রেন

হাওড়ায় ডিউটিতে কড়াকড়ির জন্য প্র্যাক্টিসের সুযোগ কম পেতেন। পারফরম্যান্স গ্রাফ দ্রুত পড়ে যাচ্ছিল। ডিসেম্বরে তিনি বেতনহীন ছুটি নিয়ে তিন মাসের জন্য জয়পুরে চলে যান ব্যক্তিগত কোচ গুর্মুখ সিহারের কাছে ট্রেনিং করতে।

সে দিন ঝুঁকি নিয়ে বিনা বেতনে ছুটি নিয়ে জয়পুর গিয়েছিলাম বলেই জাতীয় মিটে জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিকের টিকিট পাই।’ অলিম্পিকের টিকিট পেতেই অবশ্য রেল তাঁর তিন মাসের বেতন দিয়ে দিয়েছে। এখনও রেলের খাতায় তিনি হাওড়ার টিকিট কালেক্টর।

সাত মাস আগে ভাবনা হাওড়া স্টেশন থেকে জয়পুরের ট্রেনে চড়ে বসেছিলেন। এখন তাঁর সামনে অলিম্পিক পদকের হাতছানি। ঠিক যেন ধোনির সেই কাহিনী। জাতীয় টিমের জার্সি পরার লক্ষ্যে খড়গপুর স্টেশন থেকে কাউকে না বলে ট্রেনে উঠে পড়েছিলেন ধোনি।

আরও পড়ুন : করোনায় বাতিল হয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার, কীসের ভিত্তিতে নম্বর, জানাল শিক্ষা দফতর

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest