Out in the first ball, Virat Kohli set a shameful record

Ind vs Eng: প্রথম বলেই আউট, লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারত অধিনায়ক হিসেবে একের পর এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতেও রেকর্ডের লিস্টও বেশ লম্বা। বিরাটের লম্বা রেকর্ড বইয়ের পাতায় খারাপ অধ্যায় খুব কম। কিন্তু বৃহস্পতিবার বিরাটের নামের সঙ্গে এমন একটা রেকর্ড জুড়ে গেল যা তাঁর সাফল্যের খাতায় একফোঁটা চোনা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম বলেই আউট কোহলি। ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে এই নিয়ে তৃতীয় বার গোল্ডেন ডাক। আর ক্রিকেটার হিসাবে মোট পাঁচ বার কোহলি প্রথম বলেই আউট হয়ে ছিটকে গিয়েছেন।

এর আগে ভারত অধিনায়ক হিসেবে দুটি গোল্ডেন ডাক ছিল লালা অমরনাথ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তৃতীয় বার টেস্টের প্রথম বলে আউট হয়ে দুই প্রাক্তনীকে ছাপিয়ে গেলেন বিরাট।

বৃহস্পতিবার জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে চেতেশ্বর পূজারা সাজঘরে ফিরে গেলে, ক্রিজে নামেন বিরাট কোহলি। প্রথম বলেই খোঁচা মেরে বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়কও। এ ভাবে গুরুত্বপূর্ণ সময়ে কোহলির এ রকম দায়িত্বজ্ঞানহীন ব্যাট করা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: চিনা কুস্তিগীরকে পরাজিত করে ৮৬ কেজি বিভাগের শেষ চারে দীপক পুনিয়া

এর আগেও কোহলি ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বেন হিলফেনহাসের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ২০১৪ সালে আবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে লিয়াম প্লাঙ্কেটের প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। ২০১৮ সালে সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ওভাল টেস্ট ম্যাচে স্টুয়ার্ড ব্রডের প্রথম বলে আউট হয়েছিলেন কোহলি। ২০১৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে কিমার রোচের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। আর এ বার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

পরিসংখ্যান অনুযায়ী বলা যেতেই পারে, ইংল্যান্ডের বিরুদ্ধেই সবচেয়ে খারাপ নজির রয়েছে বিরাটের। ব্রিটিশদের বিরুদ্ধে মোট তিন বার গোল্ডেন ডাক করেছেন তিনি। বিশেষত ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বারবার হোঁচট খেতে হয়েছে ভারত অধিনায়ককে।  ভারতের ইংল্যান্ড সফরে সবার চোখ ছিল বিরাট বনাম অ্যান্ডারসন লড়াইয়ের দিকে। প্রথম টেস্টে অন্তত বিরাটের ব্যাটকে কোনও কাজ করার সুযোগটাই দিল না অ্যান্ডারসনের সুইং। উইকেট নেওয়ার পর ইংলিশ পেসারের উচ্ছ্বাসটাই বলে দিচ্ছিল তাঁর মনে অবস্থা, যেন যুদ্ধ জয়ের আনন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest