Rohit Sharma named T20 captain as India announce squad for NZ series; Virat Kohli rested

বিশ্রামে বিরাট, টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক রোহিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিরাট কোহলির (Virat Kohli) পর টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মাই। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতেই অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) নাম ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। ১৬ সদস্যের টি-২০ দলে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি-সহ একাধিক তারকাকে।

মানসিক চাপ| টানা ছ মাস কোয়ারেন্টাইনে থাকা| জল্পনাটা চলছিলই| অবশেষে সেটাই হল| নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই বিরাট কোহলি| গত সেপ্টম্বরেই ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি| অতিরিক্ত চাপ সেই সঙ্গে মানসিকভাবেই সমস্যায় হচ্ছে| এছাড়াও পারফরম্যান্সের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন বিরাট কোহলি|

সোমবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই শেষবার অধিনায়ক হিসাবে নেমেছিলেন তিনি| বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা নিয়েই দেশে ফিরতে হচ্ছে তাঁকে|

অন্যদিকে, বিরাটের ডেপুটি হিসাবে দীর্ঘদিন ধরেই ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা| বিরাট কোহলির অনুপস্থিতিতে দলক নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর| শুধু তাই নয় অধিনায়ক রোহিতর সাফল্যও খুব একটা কম নয়| হিটম্যানের হাত ধরেই নিদাহাস ট্রফি জিতেছে ভারত| এছাড়া আইপিএলে সবচেয়ে বেশিবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি| তাই রোহিত যে অধিনায়ক হিসাবে অটোমটিক চয়েস ছিলেন তা বলার অপেক্ষা রাখে না| একইসঙ্গে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড|

ভারতের টি-২০ স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্ষাল প্যাটেল ও মহম্মদ সিরাজ।

আগামী ১৭ নভেম্বর জয়পুরে নিউজিল্যানডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত|

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest