শিলিগুড়ি সফর বাতিল,পুজোর আগে আর বাংলায় আসা হল না অমিত শাহ-র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আসছেন না অমিত শাহ। পুজোর আগেই শিলিগুড়িতে বড়সড় সাংগঠনিক বৈঠক করার কথা ছিল বিজেপির অন্যতম সর্বোচ্চ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের। কিন্তু বৈঠকের প্রস্তাবিত নির্ঘণ্টের দিন তিনেক আগে অমিতের মন্ত্রক রাজ্য বিজেপি-কে জানিয়ে দিল, আপাতত তাঁর বঙ্গ সফর হচ্ছে না।

শাহ আসতে পারছেন না বলে বৈঠক বাতিল হচ্ছে না। কর্মসূচি দিন দুয়েক পিছিয়ে দিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা আসছেন শিলিগুড়িতে।সামনেই ২০২১-এর বিধানসভা ভোট। পুজোকে হাতিয়ার করে জনসংযোগ ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করছে না বিজেপি।

আরও পড়ুন : Durga Puja 2020: মহামারী আবহে বাংলায় দুর্গোৎসব বন্ধ রাখা হোক, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসতে চাওয়ার ইচ্ছা অমিত নিজেই প্রকাশ করেছিলেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক হয় দলের কেন্দ্রীয় নেতাদের। তখনই স্থির হয়েছিল যে, পুজোর আগে একবার অন্তত বাংলা সফর করবেন অমিত।

‘স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু গুরুত্বপূর্ণ কাজ সংক্রান্ত ব্যস্ততা’র কারণেই অমিত আপাতত এই সফর বাতিল করলেন— এমনই জানানো হয়েছে বলে মুরলীধর সেন লেন সূত্রের খবর।উত্তরবঙ্গের সবক’টি জেলার বিজেপি নেতৃত্বকে নিয়ে যে বৈঠক অমিতের করার কথা ছিল, তা অবশ্য বাতিল হচ্ছে না। বৈঠকটি ১৭ বা ১৮-য় হচ্ছে না, ১৯ অক্টোবর বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। আর অমিতের বদলে আসছেন নড্ডা।

বিজেপির রাজনৈতিক খেলা যেন আগের মত জমছে না। ঘোর ‘মোদীপন্থী’ ও ‘বিদ্বেষপন্থীরা’ও বুঝতে পারছেন দেশের হাল ভালো নয়। উন্নয়নের প্রচার কেবল প্রচারই। বিদ্বেষকে প্রমোশন দিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে ভালোবাসা ও প্রীতির বার্তা এক শ্রেণীর মানুষের কাছে অসহ্য ঠেকছে। বিদ্বেষে ভরপুর এই মানুষগুলো আবার নিজেদের ‘দেশপ্রেমী’, ‘মোদীপ্রেমী’ এবং ‘হিন্দু’ বলে জাহির করছে। বাংলার মানুষ গোবলেয়র থেকে খানিকটা সচেতন। সেই হিসাবে আগুন লাগানোর খেলাটা এখানে কতটা সফল হবে তা নিয়ে ঘোর গেরুয়াবাদীরও সন্দেহ রয়েছে।

আরও পড়ুন : হাতির পিঠে চেপে যোগব্যায়াম রামদেবের! উল্টে পড়তেই হাসির রোল নেটদুনিয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest