করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, প্রবল জ্বর নিয়ে ভর্তি সল্টলেক আমরি হাসপাতালে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোমবার। দিনের সমস্ত কাজ বাতিল করে সেদিন ঘরেই ছিলেন তিনি। ৩ দিন কেটে যাওয়ার পর শুক্রবার প্রবল জ্বরে কাহিল হয়ে পড়েন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। করোনা পরীক্ষা আগেই করানো হয়েছিল। এদিন সেই রিপোর্ট পজিটিভ এলে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় সল্টলেক আমরি হাসপাতালে।

জানা গিয়েছে, রাজ্য বিজেপি–র শীর্ষ নেতা দিলীপ ঘোষকে রাখা হয়েছে এইচডিএই–তে। ১০২ ডিগ্রি জ্বর রয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। প্রয়োজনীয় ওষুধপথ্য চলছে।

এর আগে অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভারচুয়াল সভাতেও শামিল হননি দিলীপ ঘোষ। এতেই সকলের মনে প্রশ্ন জাগে। পরবর্তীতে জানা যায়, তাঁর শরীর খারাপ। এরপর শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসক তাঁর বাড়িতেও গিয়েছিলেন বলে দলের সূত্রে খবর পাওয়া। তারপর থেকেই তিনি বাড়িতেই ছিলেন।

আরও পড়ুন: চাহিদা বাড়ছে দিদিকে বলো কর্মসূচির, আজও দিদিকেই বলতে চায় বাংলার মানুষ

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছে রাজ্য বিজেপি–র আর এক নেতা অনুপম হাজরা। তিনি সুস্থ হলেও এখনও রয়েছেন আইসিইউ–তে।  এর আগে গত সপ্তাহে নবান্ন অভিযানে মানুষের ঢল নেমেছিল রাজপথে। সেখানে সামাজিক দূরত্ব তো দূর-অস্ত মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি অনেককেই। সেখানে ছিলেন দিলীপ ঘোষও। তারপরই সাংসদের অসুস্থতা স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন, করোনা আক্রান্ত হননি তো দিলীপবাবু? শেষপর্যন্ত ওই আশঙ্কাই সত্যি হল।

যদিও এই করোনা নিয়ে মন্তব্য করেই বিতর্কেও জড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। প্রকাশ্য সভায় বলেছিলেন, করোনা (Coronavirus) নাকি চলে গিয়েছে। যা নিয়ে কম শোরগোল হয়নি। বিতর্কের ঝড় উঠেছিল রাজ্যজুড়ে। অনেকেই তাঁর সমালোচনাও করেছিলেন। পরে অবশ্য নিজের সেই বক্তব্য থেকে সরে এসে, দুর্গাপুজোর (Durga Puja) সময় সবাইকে সতর্ক থাকার আবেদনও করেছিলেন।

আরও পড়ুন: সরকারি টাকা বিনোদনের জন্য নয়, পুজো অনুদানের হিসেব দিতে হবে রাজ্যকে: হাইকোর্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest