বাড়ি থেকে ১ কিমি দূরে উদ্ধার BJP বিধায়কের ঝুলন্ত দেহ, উত্তপ্ত হেমতাবাদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়়ি থেকে এক কিলোমিটার দূরে উদ্ধার হল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (৬৫) দেহ। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।

দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের দাবি, রবিবার রাত একটা নাগাদ কয়েক জন বাইক আরোহী তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তার পরই আজ সকালে তাঁর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দার সামনে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ২০১৬-র বিধানসভা নির্বাচনে হেমতাবাদ কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে জিতেছিলেন দেবেন্দ্রবাবু। ২০১৯-এ তিনি যোগ দেন বিজেপিতে। তাঁর মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

যে ভাবে গলার পাশাপাশি একটি হাতও দড়িতে বাঁধা অবস্থায় ঝুলছিল মুখের সামনে থেকে, সেই ভিডিয়ো দেখিয়ে বিজেপি তোপ দাগতে শুরু করেছে। দেবেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওযা হয়েছে, যাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়— এই দাবি বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সব নেতার। বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে প্রায় গোটা উত্তর দিনাজপুর জেলা। বিজেপি ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি তুলতে শুরু করেছে।

আরও পড়ুন: ব্যাপক কমেছে বাংলায় মদ বিক্রি, ৬০০ কোটি টাকা কম ঢুকছে রাজ্যের কোষাগারে

বিধায়কের দেহ উদ্ধার হতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতারা। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) ডি এল সন্তোষ টুইট করে জানিয়েছেন, ‘‘হেমতাবাদের বিজেপি বিধায়ক শ্রী দেবেন্দ্রনাথ রায়ের বাড়ির কাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ২০১৯-এর নির্বাচনের সময় তিনি দলে যোগ দেন। স্থানীয়রা বলছেন, তাঁকেখুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মমতা সরকারের গুণ্ডারাজে আরও এক নৃশংস হত্যা।’’

বিজেপি নেতা জগৎপ্রকাশ নাড্ডা দেবেন্দ্রনাথের মৃত্যুকে মর্মান্তিক ও দুঃখজনক বলেছেন। মমতা সরকারকে আক্রমণ করে তিনি টুইটে জানিয়েছেন, ‘‘মমতা সরকারের আইনশৃঙ্খলার ব্যর্থতা ও গুণ্ডারাজকে ফের প্রমাণ করল এই নৃশংস হত্যা। জনতা এই সরকারকে ভবিষ্যতে ক্ষমা করবে না। আমরা এর তীব্র নিন্দা করছি।’’

আরও পড়ুন: ‘অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন’, বিগবি প্রসঙ্গে দিলীপ-বচন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest