মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে নড়ল টনক, পথে ৪ হাজার বেসরকারি বাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: কাজ হল হুঁশিয়ারিতেই। কলকাতার রাস্তায় অবশেষে নামল বেসরকারি বাস। স্বাভাবিক না হলেও আগের তুলনায় বৃহস্পতিবার থেকে অনেকটাই বাড়ল বেসরকারি বাসের সংখ্যা। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ভাড়া বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে গাড়ি তুলে নিয়েছিলেন বাসমালিকদের একাংশ।

হাতে গোনা বেসরকারি বাস চলছিল। তার জেরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল যাত্রীদেরও। মুখ্যমন্ত্রীর অধিগ্রহণের হুঁশিয়ারির পর বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় চার হাজার বেসরকারি বাস পথে নামল। 

আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনা আধিকারিকের

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়ে দিয়েছেন, বুধবার পর্যন্ত বাস মালিকরা কী করছেন, সে দিকে নজর রাখবে সরকার। বাস মালিকরা অনমনীয় মনোভাব দেখালে সরকারকে কিছুটা কঠোর পদক্ষেপ করতেই হবে।

সে ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করে সরকারই বেসরকারি বাস-মিনিবাস অধিগ্রহণ করে চালানোর ব্যবস্থা করবে। তবে, বুধবার না হলেও বৃহস্পতিবার থেকে সেই হুঁশিয়ারি কাজে এল।পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “এ দিন শহরে প্রায় ১৮০০ সরকারি এবং ৩৮০০ বেসরকারি বাস চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।”

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বুধবার পরিবহণ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। বৈঠকের পর তাঁরা জানিয়েছিলেন, জট খুলছে। তবে ভাড়া বৃদ্ধির দাবি থেকে তারা সরছেন না। একই দাবি তাঁরা করেছেন বৃহস্পতিবারও।

মুখ্যমন্ত্রী অবশ্য আগেই বলেন, ‘পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। এটাকে আমরা কেউ সাপোর্ট করি না। এতে সবার খুব অসুবিধা হচ্ছে। এই দুর্যোগের সময় ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বেসরকারি বাস মালিকদের সঙ্গে আমি সহমত। কিন্তু মানুষও অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে। তাই বাস মালিকদের বলতে চাই, তেলের দাম বাড়লে ভাড়া বাড়ানোর কথা বলছেন। দাম যখন কমে ভাড়া কমানো হয় না। আমি অনেক আগে থেকেই এই কথাটা বলছি। তা যখন হয়নি, আজ ভাবার কথা নয়।’

 মুখ্যমন্ত্রী আগেই বলেন, ‘পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। এটাকে আমরা কেউ সাপোর্ট করি না। এতে সবার খুব অসুবিধা হচ্ছে। এই দুর্যোগের সময় ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বেসরকারি বাস মালিকদের সঙ্গে আমি সহমত।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বাস ভাড়া বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। তাঁর কথায়, ‘এত নিয়ম মেনে বাস চালাতে হলে ভাড়া তো বাড়াতেই হবে। সাময়িক ভাড়া বাড়ানো যেতেই পারে। অটোয় যদি বাড়তে পারে, বাসে নয় কেন?’ পালটা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর কটাক্ষ, ‘মানুষের কথা ভাবেন না দিলীপ বাবুরা। ভাবলে কেন্দ্রের থেকে রাজ্য যে টাকা পায়, সেগুলি আদায় করার কথা আগে বলতেন।’

আরও পড়ুন : কালো হওয়ায় স্ত্রীকে কটূক্তি করেন? জানেন কি 498A-এ ধারায় হবে শাস্তি হতে পারে আপনার

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest