‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, গোটা দেশটাকে বিক্রি করে দেবে’- কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

মমতার প্রশ্ন, "যারা দেশটাকে বিক্রি করে দিতে চায়, তারা কীভাবে জাতীয়তাবাদের কথা বলে?"
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) পেশ করা ২০২১-২২ অর্থবর্ষের বাজেটকে (Budget 2021) চাঁছাছোলা ভাষায় তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)৷ পাঁচদিনের উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

সোমবার প্রথম দিন। এদিনই শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি শিলিগুড়ি থেকে দুটি সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন৷ এছাড়া কালিয়াগঞ্জ বাস টার্মিনাসের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বাজেট নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান তিনি। এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। ঐ বাজেটকে ভেকধারী বাজেট বলেন মমতা। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক মেরামত ও উন্নয়নের জন্য বাজেটে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এই সিদ্ধান্তকে কটাক্ষ করে মমতা বলেন, ‘আমরা যে রাস্তা আগেই করে দিয়েছি, উনি ভোটের সময় সেই রাস্তা করতে এসেছেন৷ আমাদের দরকার নেই৷ পশ্চিমবঙ্গের সব রাস্তা আমি করে দেব৷ সেই টাকা দিল্লিতে আন্দোলনরত কৃষকদের দিন৷’

আরও পড়ুন: বাজেট পেশের পর বাড়ল মূল্যবৃদ্ধির আশঙ্কা, দাম বাড়ল ভোজ্য তেল -ডাল -আপেলের…

এছাড়াও বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রস্তাবকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘এরা সব বিক্রি করে দেবে। এই করে এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে। ব্যাঙ্ক থেকে বিমা, রেল, বিমান সব বেচে দেবে এই কেন্দ্রীয় সরকার৷প্রথম পেপারলেস বাজেট (Budget 2021) বলছে! সব কাগজ কোথায় লুকিয়ে দেবে, আর কেউ খুঁজেও পাবে না!’ সাধারণ মানুষ তাঁদের বিমার টাকা ফেরৎ পাবেন কি না, সেই নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷

তাঁর কটাক্ষ, সেস সবাইকে শেষ করে দেবে। কী করেেছে বাজেট, ভগবান জানেন! এরপর তিনি বিজেপি বিরোধী সুর আরও চড়িয়ে বলেন, ”এবার আপনারা বিজেপিকে বেচে দিন। কত টাকায় বেচতে পারবেন? ওদের আর কত টাকা চাই?”

এবারের বাজেটে বাংলা ও অসমের চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, এই দুই রাজ্যেই আসন্ন বিধানসভা নির্বাচন। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী পালটা রাজ্যের ‘চা-সুন্দরী’ প্রকল্পের কথা উল্লেখ করলেন। কেন্দ্রকে বিঁধে তাঁর বক্তব্য, ”আগেও তো লোকসভা ভোটের আগে প্রচারে এসে চা বাগান খুলে দেওয়ার কথা বলেছিল। করেছে কিছু? চা-শ্রমিকদের দুর্দশার কথা ভেবে আমরাই সব কাজ করেছি। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাড়ি দেওয়া হয়েছে, বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: নজরে বিধানসভা নির্বাচন, নির্মলার Budget 2021-এ বাংলার জন্য বরাদ্দে জোর, কী কী পেল রাজ্য?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest