‘দিদি’কে টক্কর দিতে ভোটের আগে প্রধানমন্ত্রী হয়ে গেলেন ‘মোদীদাদা’

যদিও রাজনৈতিক বিশ্লেষকরা একে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। কারণ, বাংলা ও বাঙালির কাছে 'দাদা' বলতে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টার্গেট বাংলা। তাই বার বার পশ্চিমবঙ্গে এসে বিজেপির ভোটপ্রচারে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় এসে মোদির মুখে হামেশাই শোনা যাচ্ছে ‘আসল পরিবর্তন’ ও ‘সোনার বাংলা’ গড়ার ডাক। বাংলায় ভোট প্রচারের কৌশলে কিছুদিন আগেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে ‘খেলা হবে’ মার্কা কিছু স্লোগান বসিয়ে স্টিকার তৈরি করেছিল বিজেপির আইটি সেল। এবার সেই প্রচার আরও এক ধাপ এগিয়ে মোদীর ছবিই ধার করা হল। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে তাতে লেখা হল ‘ভোট ফর মোদী দাদা’। অর্থাৎ, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হিসেবে এবার ‘মোদী দাদা’-কে অস্ত্র করে মাঠে নামল বিজেপি।

বাংলার মানুষের কাছে তো বটেই, জাতীয় রাজনীতিতেও তৃণমূল নেত্রী ‘দিদি’ হিসেবেই পরিচিত। তাতে বাঙালিয়ানার পরশ যেমন রয়েছে, তেমনই দিদি ডাকের মধ্যে রয়েছে ‘ঘরের মেয়ে’কে আপন করে নেওয়ার ভাবনা। একই ভাবে গুজরাতের মানুষের কাছে মোদী এবং অমিত শাহ হলেন ‘মোটাভাই’, বাংলায় তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় বড় দাদা। সেই নিরিখেই নীলবাড়ির লড়াইকে দিদি বনাম মোদী দাদার লড়াই হিসেবে তুলে ধরছে বিজেপি।

আরও পড়ুন: WB election 2021: BJP-র প্রথম প্রার্থীতালিকায় একাধিক চমক, নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দুই

মোদী দাদার জন্য ভোট চেয়ে ইতিমধ্যে পোস্টারও তৈরি করে ফেলেছে বিজেপি। দলের দিল্লির বিধায়ক তথা মুখপাত্র তাজিন্দর পাল সিংহ বাগ্গা ইতিমধ্যেই নেটমাধ্যমে সেটি ছড়িয়ে দিয়েছেন। নিজের ছবি সরিয়ে সেটিকে টুইটারের প্রোফাইলেও বসিয়েছেন। বিজেপি সূত্রে খবর, বাংলায় ভোটের ময়দানেও খুব শীঘ্র ওই পোস্টার নিয়ে প্রচার শুরু হবে।

যদিও রাজনৈতিক বিশ্লেষকরা একে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। কারণ, বাংলা ও বাঙালির কাছে ‘দাদা’ বলতে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকে আবার ভালোবেসে মিঠুন চক্রবর্তীকেও ‘দাদা’ সম্বোধন করেন। তবে বাঙালি আজও ‘দাদা’ নামে সৌরভকেই চেনে।

তবে সোমবার বাংলায় বিজেপির প্রচারে ‘ভোট ফর মোদি দাদা’ পোস্টার প্রকাশ পাওয়ার পর অনেক বিজেপি নেতাই নিজেদের সোশ্যাল ওয়ালে সেই ছবি শেয়ার করেছেন। অনেকে আবার নিজেদের প্রোফাইল ছবিতেও ‘মোদি দাদা’-কেই রেখেছেন। বিজেপির মুখপাত্র তেজিন্দর পাল সিং বাগ্গা এদিনই নিজের ট্যুইটার প্রোফাইল ছবি পাল্টে রেখেছেন এই ছবি।

আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতা শব্দটাই দেশের সবচেয়ে বড় শত্রু, মন্তব্য যোগী আদিত্যনাথের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest