সমুদ্র হাতছানি দিচ্ছে? বেরিয়ে পড়ুন দিঘার উদ্দেশে, চালু হোটেল বুকিং!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: মন্দারমণির পর খুলল দিঘার হোটেলও। বৃহস্পতিবার থেকে দিঘায় প্রধান সড়কের পাশের হোটেলগুলি খুলেছে। বুধবার এক বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিল দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। তার পরই বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে কয়েকটি হোটেল। তবে জনবসতির কাছের হোটেলগুলি এখনই খোলা যাবে না বলে জানানো হয়েছে।

হোটেলমালিকদের সংগঠনের সিদ্ধান্ত অনুসারে, মাত্র ৩০ শতাংশ ঘর ভাড়া দিতে পারবে হোটেলগুলি। সঙ্গে কাজ করবেন মাত্র ৩০ শতাংশ কর্মী। তবে সমস্ত কর্মীকে বেতন দিতে হবে মালিকদের। স্বাস্থ্যবিধি মেনে হোটেলের প্রতিটি ঘর স্যানিটাইজ করা হয়েছে। নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হচ্ছে। পাশাপাশি স্যানিটাইজার টানেল বসানোর নির্দেশও দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। হোটেলর সমস্ত কর্মচারীদের মুখে মাস্ক, হাতে দস্তানা এবং সব সময় জীবাণুনাশক ব্যবহার করে বলা হয়েছে। যে সব পর্যটক বেড়াতে আসবেন, তাঁদেরও প্রাথমিকভাবে হোটেলে ঢোকার আগে যাবতীয় জিনিস জীবাণুমুক্ত করতে হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: রয়েল বেঙ্গল টাইগারের খোঁজে যাবেন নাকি? ১৫ জুন থেকে শুরু সুন্দরবনের পর্যটন!

করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে দীর্ঘদিন ছিল লকডাউন। তবে বর্তমানে আনলক ওয়ানের পথে হাঁটছে দেশ। কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র অনেকটাই শিথিল নিয়মকানুন। খুলেছে অফিস, ধর্মস্থানের দরজা। করোনার ধাক্কা সামাল দিয়ে পর্যটন শিল্প কী ফের ঘুরে দাঁড়াতে পারবে, হোটেল ব্যবসায়ীদের মনে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। লকডাউনে ভেঙে পড়েছে পুরো পর্যটন শিল্প। দিঘায় হোটেল খোলায় দিঘায় পর্যটন ফের শ্বাস নিতে শুরু করবে বলে আশাবাদী হোটেলমালিকরা। 

ওদিকে মন্দারমণিতে হোটেল খুললেও সেখানে স্থানীয়রা পর্যটকদের থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, পর্যটকদের থেকে এলাকায় করোনা ছড়াতে পারে। বিষয়টি মিটমাট করতে হস্তক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। 

আরও পড়ুন: ভ্রমনপিপাসু বাঙালির জন্যে সু -খবর! ৮ জুন থেকে খুলতে চলেছে বাংলার পাঁচটি পর্যটন কেন্দ্র

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest