Arjun Singh gets Z-category security amid unrest in Bhatpara

ভাটপাড়ায় অশান্তির জের, Z ক্যাটেগরির’ নিরাপত্তা পেলেন বিজেপি সাংসদ অর্জুন সিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়িতে বোমাবাজির জের। কেন্দ্রের তরফে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ। আগে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন অর্জুন সিং। এখন তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি সাংসদের। সাংসদ জানিয়েছেন, জগদ্দল এলাকায় বারবার বোমাবাজির ঘটনায় কেন্দ্রের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। গতকাল সাংসদের বাড়ির পিছনে বোমাবাজি হয়। এদিন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল ঘুরে দেখেন।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেন বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ। যদিও সে অভিযোগ খারিজ করেছে শাসকদল। ইতিমধ্যেই অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনার তদন্তে নেমেছে এনআইএ (NIA)।

মঙ্গলবার সকালে ফের অর্জুন সিংয়ের বাড়ির কাছে মজদুর ভবন সংলগ্ন এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। তা নিয়েও উত্তেজনা ছড়ায়। অশান্তির রেশ কাটতে না কাটতেই দুষ্কৃতী দৌরাত্ম্যে মঙ্গলবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। অস্ত্র হাতে দুষ্কৃতীরা এলাকায় দাপাদাপি করে বলে অভিযোগ। চলে ব্যাপক বোমাবাজি। এই ঘটনায় দু’জন জখম হন। তাঁরা বর্তমানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি। একের পর এক ঘটনায় বারবার ভাটপাড়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তারই জেরে বাড়ল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তা। Y ক্যাটেগরির বদলে Z ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি। বিজেপি সাংসদ বলেন, “এলাকায় লাগাতার অশান্তির জেরে বাড়ল নিরাপত্তা।”

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest