9 dead, 57 hurt in shooting at July 4 parade in Chicago's Highland Park suburb

Chicago Shooting: শিকাগোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চলল গুলি, নিহত ৯, আহত ৫৭

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমেরিকার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। আততায়ীর গুলিতে সেখানে প্রাণ গেল ন’জনের। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী তৃতীয় রবার্ট ক্রিমোকে (Robert Crimo III)। বন্দুকবাজের অন্য হামলাগুলির মতোই এক্ষেত্রেও প্রশ্ন উঠছে তার মানসিকতা নিয়ে। নিরীহ মানুষের উপরে কেন গুলি চালাতে গেল বন্দুকবাজ? কে এই রবার্ট ক্রিমো?

আরও পড়ুন: Padma Bridge: পদ্মা সেতুর ৪২ স্তম্ভ স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি: শেখ হাসিনা

রবার্ট ক্রিমো ২২ বছরের তরতাজা যুবক। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতা, ৫৪ কেজি ওজন। গোটা শরীরে ট্যাটু। বাড়ি শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায়। শহরতলির এই হাইল্যান্ড পার্ক চত্বরেই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি চালায় সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিকাগোর একাধিক জায়গায় তাণ্ডব চালায় রবার্ট। ফলে কাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউতে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও ৩ জনের মৃত্যু হয়। কেন এই নৃশংসতা? যাকে আপনি চেনেন না, জানেন না, শত্রুতার প্রশ্ন নেই, তাঁকে খুন করার পিছনে লুকিয়ে কোন উদ্দেশ্য?

রবার্ট পেশায় ইউটিউবার। বিভিন্ন নামে একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে তার। যদিও ভয়ংকর ঘটনার পর চ্যানেল বন্ধ করেছে পুলিশ। তথাপি তার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার পরেই। তা থেকে জানা যাচ্ছে, ‘অ্যাওয়েক দ্য রপার’ নামে ব়্যাপ গানের ভিডিও আপলোড করত রবার্ট ক্রিমো। বিমূর্ত সেই গানের ভাষা। শেষ যে দু’টি ভিডিও আপলোড করেছিল, সেখানে বন্দুক দেখা গিয়েছে। লাঠি হাতে ধরা এক ব্যক্তিকে পুলিশ হত্যা করেছে, এমন হিংসাত্মক দৃশ্যও রয়েছে। সে অবসাদগ্রস্ত কিনা তা খতিয়ে দেখবেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই, ১০ জুলাই ভারতে ঈদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest