EXIT POLLS: ইতিহাস গড়বে লাল ঝড় নাকি আসবে হাত-পদ্ম? কী বলছে কেরলের বুথ ফেরত সমীক্ষা?

হাত-পদ্মকে উড়িয়ে প্রায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে মসনদে ফিরতে চলেছে পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকার।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এপ্রিল একদফায় কেরালাবাসী জানিয়ে দিয়েছেন নিজের মত। কেরালা বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১। কেরালা মসনদে ক্ষমতা দখলের লড়াইয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রোটিক ফ্রন্ট (ইউডিএফ), সিপিএম নেতৃত্বাধীন LDF ও বিজেপি।

বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ফের লাল ঝড় বইতে চলেছে ঈশ্বরের আপন দেশে। হাত-পদ্মকে উড়িয়ে প্রায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে মসনদে ফিরতে চলেছে পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকার। কেরালা বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল বলছে ৪০ বছরের মিথ ভেঙে ক্ষমতায় ফিরছে বামেরাই। এই প্রথম ধারা মেনে কেরালার মসনদে হচ্ছে না পালাবদল।

India Today-Axis My India এর বুথ ফেরত সমীক্ষার ফল বলছে ১৪০ আসনের মধ্যে ১০৪ থেকে ১২০টি আসন নিজের দখলে রাখতে চলেছে সিপিএম নেতৃত্বাধীন LDF। লড়াইয়ের ময়দানে কয়েক যোজন পিছনে কংগ্রেস। সমীক্ষায় ইঙ্গিত কংগ্রেসের নেতৃত্বাধীন UDF পেতে পারে মাত্র ২০-৩৬টি আসন। তবে ২০১৬-এর থেকে বেশি আসন পেতে পারে হাত শিবির। ২০১৬ সালের নির্বাচনে ৪৭টি আসন এসেছিল ‘হাত’-এর হাতে। সমীক্ষায় ইঙ্গিত, কংগ্রেসের সঙ্গে বামেদের সামান্য ব্যবধান থাকলেও ক্ষমতায় ফেরার আশা প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন: ২ মে উড়বে না আবির, করা যাবে না বিজয় মিছিল, মাদ্রাজ হাইকোর্টের ধমকের পর পদক্ষেপ কমিশনের

Republic-CNX এর মতে, সিপিএম নেতৃত্বাধীন LDF পেতে চলেছে ৭২-৮০টি আসন, UDF- ৫৮-৬৪, NDA পাবে এক থেকে পাঁচটি আসন।

TC Poll বলছে, সিপিএম নেতৃত্বাধীন LDF পাবে ৯৩-১০২, বিজেপি পাবে ০-৩ আসন, UDF- ২৬-৩৫, অন্যরা শূন্য থেকে ৩ আসন পাবে।

P MARQ এর মতে, এলডিএফ ৭২-৭৯, ইউডিএফ ৬০-৬৬, বিজেপি ০-৩, অন্যান্য-০-১।

আরও পড়ুন: ভরসা নেই এদেশের পরিষেবায়! বিদেশী টিকা নিতে প্রাইভেট জেট চেপে ভারত ছাড়ছেন ধনকুবেররা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest