Moeen Ali bids farewell to Test cricket

শেষ লাল বলের কেরিয়ার; টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন Moeen Ali

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মঈন আলি (Moeen Ali)। সোমবার এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন ব্রিটিশ অলরাউন্ডার। ৩৪ বছরের ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন। ১৯৫টি উইকেট নিয়েছেন তিনি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ২৯১৪ রান করা মঈনের ঝুলিতে আছে ৫টি শতরান। ৩৬.৬৬ গড়ে ১৯৫ টি উইকেট নিয়েছেন।

অবসরের প্রসঙ্গে মঈন আলি বলেন, “আমার বয়স এখন ৩৪। আমি যতদিন ক্রিকেট উপভোগ করব, ততদিনই খেলব। টেস্ট ক্রিকেট অসাধারণ। ভাল একটা দিন কাটাতে পারলে মনে হয়, এটা যে কোনও ফর্ম্যাটের থেকে অনেক এগিয়ে। এটা একটা পুরস্কারের মতো। মনে হয় যা কেউ অর্জন করে। টেস্টের অভাব অনুভব করব। বিশ্বের সেরাদের বিরুদ্ধে ব্যাট-বল করেছি। আমি টেস্ট ক্রিকেট উপভোগ করেছি। কিন্তু একেক সময় তীব্রতা অনেকটাই বেশি থাকে। টেস্টের অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে। আমি খুশি। টেস্ট অধ্যায় শেষ করছি।” মঈন মনে করেন তিনি ভবিষ্যতে আরও অনেক ব্রিটিশ মুসলিমকে ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করতে পারবেন।

২০১৯ সালের পর থেকে সেভাবে খুব একটা বেশি টেস্ট খেলেননি মঈন। ভারতের বিরুদ্ধেই চলতি মাসে ঘরের মাঠে শেষবার টেস্ট খেলেন তিনি। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন তিনি। টেস্ট না খেললেও, মঈন কিন্তু সাদা বলের ক্রিকেট খেলবেন। কাউন্টি ক্রিকেট খেলবেন তিনি। এমনকী আসন্ন টি-২০ বিশ্বকাপে মঈন ইংল্যান্ড দলের অংশ।

টেস্ট ক্যাপ্টেন জো রুট এবং চিপ কোচ ক্রিস সিলভারউডকে তিনি তার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি ৩ হাজার টেস্ট রান এবং ২০০ উইকেটের দোরগোড়ায় ছিলেন। এটি হলে তিনি ইংল্যান্ডের ১৫ তম এমন রেকর্ডধারী ক্রিকেটার হতেন। যদিও সেই প্রলোভনে পা দিলেন না। তার আগেই সাদা পোশাকের ক্রিকেটে পাকাপাকি দাঁড়ি টেনে দিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest