একরাশ টেনশন নিয়ে ভালো আছি, দুর্দিনে মধ্যবিত্তদের দুর্ভোগের কথা বললেন রুদ্রনীল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: করোনা ভাইরাসে  জেরবার গোটা বিশ্ব তথা দেশ। চলছে লকডাউন, গরিব মানুষের পাশে দাঁড়াতে ঘোষণা হয়েছে অর্থনৈতিক প্যাকেজের। কিন্তু মধ্যবিত্ত তারা কেমন আছে? তাদের কথাই এবার ভিডিওর মাধ্যমে বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। “ভালো আছি, ইতি মধ্যবিত্ত,” নামের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হয়ে গেছে।

মারণ ভাইরাসের মোকাবিলায় বিগত দেড় মাস ধরে দেশে লকডাউন চলছে। যার জেরে অদূর ভবিষ্যতেই যে দেশের অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ক্ষতিগ্রস্থ হয়েছেন নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা। যাঁরা মূলত ‘দিন আনি দিন খাই’ পর্যায়ভুক্ত। রোজগার বন্ধ। ফুরিয়েছে ভাঁড়ারের রসদ। শূন্য পকেট। অনেককেই হয়তো অভুক্ত থেকে কিংবা আধপেটা খেয়ে রাতে ঘুমোতে যেতে হচ্ছে। সরকার থেকে সাধারণ মানুষের অনেকেই তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঠিকই, তবে চিরকালের মতো এবারেও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা এই যুদ্ধে ব্রাত্যই রয়ে গিয়েছেন। কারণ, ওই যে ট্যাগ ‘মধ্যবিত্ত’।

আরও পড়ুন: Lockdown 3.0: বাংলায় ফিরতে কীভাবে ‘এন্ট্রি পাস’-এর আবেদন জানাবেন, দেখে নিন

এই দুর্দিনে কোনও ভর্তুকির আওতায় তাঁরা পড়ছেন না। রেশন, চাল-ডাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ কোনও ছাড়ও ধার্য হয়নি তাঁদের জন্য। আবার সম্বলটুকু সামলে রাখতেও তাঁদের কপালে ভাঁজ! রোজকার জীবনযুদ্ধে নাভিঃশ্বাস উঠলেও মুখে কিন্তু তাঁদের একটাই কথা “ভাল আছি”। যে ‘ভাল থাকার সংজ্ঞা’র সঙ্গে আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা অতি পরিচিত। জীবনের একেবারে গোড়া থেকেই। কিন্তু তাতে কি? আমরা তো “ভাল আছি”। মধ্যবিত্তদের সেই ‘ভাল থাকার সংজ্ঞা’টাই অভিনেতা রুদ্রনীল ঘোষ আবার মনে করিয়ে দিলেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই চরম দুর্দিনে মধ্যবিত্ত শ্রেণির আসল ‘স্টেটাস’টা।

https://www.instagram.com/p/B_1ioIjgjzn/

লকডাউন এর ফলে অর্থনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে চাকরিজীবী মানুষরা এখন যথেষ্ট চিন্তায়। মধ্যবিত্তদের সেই চিন্তা,লক ডাউনে তাদের রাতের পর রাত জেগে কাটানো , তবুও সকালে উঠে বলা, ভালো আছি। কেন? কারণ সে মধ্যবিত্ত সেই সমাজের সচেতন নাগরিক যে লকডাউনে ঘরবন্দি, কিন্তু তার ভবিষ্যতের নিশ্চয়তা কোথায় সেই প্রশ্নই তুলেছেন এই ভিডিওর মাধ্যমে অভিনেতা রুদ্রনীল। ইতিমধ্যেই ফেসবুকে এই ভিডিওতে ১ লাখের বেশি ভিউজ হয়েছে এবং ১০ হাজারের বেশি শেয়ার হয়েছে এই ভিডিওতে।

আরও পড়ুন: স্মৃতির স্মরণী: অভিষেকের আগের দিন লর্ডসে অনুশীলনের ছবি পোস্ট করলেন মহারাজ

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest