২১ জুনের সূর্য গ্রহণ কোন কোন রাশির ক্ষেত্রে শুভ বা অশুভ! এর খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন কি করে ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২১ জুন রবিবার। এর আগে গত বছর ২০১৯ সালের ডিসেম্বরের শেষে শেষবার সূর্যগ্রহণ হয়েছিল। এটাই এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এই বছরের গ্রহণটি আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই একইদিনে দিন সবচেয়ে বড় হয় পৃথিবীতে।

আষাঢ় মাসের অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ যা ভারতেও দৃশ্যমান হবে।এমনকি জ্যোতিষশাস্ত্রের মতে, এই গ্রহণের বড় প্রভাব ফেলবে আমাদের দেশের উপর। আর দীর্ঘক্ষণ দেশে এই গ্রহনের উপস্থিতির কারণে সূর্যগ্রহণের অশুভ প্রভাব থাকবে মানব জাতির ৮ টি রাশির উপর । এছাড়া ৪ রাশিচক্র সহ লোকরা বাকি লোকরা গ্রহণের খারাপ প্রভাব থেকে রক্ষা পাবে।

উত্তর ভারতের জ্যোতিষ সম্রাট পবন মিশ্রর অভিমত, এইগ্রহণের অশুভ প্রভাবে আবার সাইক্লোন এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে।

২১ জুন সৌরগ্রহণের প্রভাব ভারত সহ নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এলাকার মানুষদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, জুনের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহটি সমস্ত রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে।

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার! জগন্নাথ দেবের রথযাত্রায় বাদ পড়লেন সাধারণ মানুষ, জারি থাকবে ১৪৪ ধারা

গ্রহনে গ্রহদের উপর কি প্রভাব পড়বে?

মেষ, বৃষ, মিথুন, সিংহ, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির জন্য এই সময় খুব অনুকূল ।জুনে ৪ টি গ্রহের চলাচলের পরিবর্তনের কারণে এই ৮ রাশির অর্থ বৃদ্ধি এবং ব্যবসায় সুবিধা পেতে পারেন।

এ ছাড়াও কর্কট, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির লোকদের চাকরী ও ব্যবসায় সতর্ক থাকতে হবে।

কঠোর পরিশ্রম হবে কিন্ত কোনও সুবিধাও পাবেন না। ফলে মানসিক চাপ, ক্ষতি এবং বিতর্কে জড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। তাই খুব সাবধানে থাকতে হবে।

রাশি অনুযায়ী গ্রহণের ফল:

মেষ- এই রাশির জাতকেরা সাফল্য পেতে পারেন। মান-সম্মানে বৃদ্ধি হবে।

বৃষ- ব্যবসা ও চাকরিতে সমস্যা। আর্থিক ক্ষতির সম্ভাবনা।

মিথুন- দুর্ঘটনার সম্ভাবনা। বাদ-বিবাদ সমস্যায় ফেলতে পারে।

কর্কট- সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ক্ষতি।

সিংহ- জীবনসঙ্গীর সুখ, লাভ প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা- শুভ সংবাদ পাবেন।

তুলা- বাক-বিতণ্ডা হতে পারে, বাণী নিয়ন্ত্রণে রাখুন।

বৃশ্চিক- কষ্টের মুখোমখি হতে হবে। এই রাশির জাতকদের বিশেষ ভাবে সাবধান থাকতে হবে।

ধনু- জীবনসঙ্গীর তরফে কষ্ট।

মকর- গ্রহণ আপনার জন্য শুভ।

কুম্ভ- অবসাদ ও মানসিক সমস্যা।

মীন- রোগের সঙ্কট, সমস্যা বাড়বে।

আপনার জীবনে খারাপ প্রভাব এড়াতে কী করবেন?

জ্যোতিষ শাস্ত্রের মতে, গ্রহণের প্রভাবে গ্রহের অশুভ প্রভাব এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে অনুদান, জপ, উপবাস এবং গ্রহ সম্পর্কিত জিনিসগুলির উপাসনা।

আপনি গঙ্গার জলে টাটকা দুধ মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে আপনার প্রতিটি গ্রহের অশুভ প্রভাব কমে যাবে ।

খুব সকালে ঘুম থেকে উঠে সূর্যমন্ত্র জপ করে সূর্য দেবকে জল অর্পণ করতে পারেন।

দুধ এবং গঙ্গা জল মিশিয়ে বট বা অশ্বত্থ গাছে দিতে পারেন। তবে রবিবার না দেওয়ায় শ্রেয়।

আপনার যদি চাকরি, ব্যবসা, স্বাস্থ্য ও দাম্পত্য জীবনের সমস্যা থাকে তবে তা কাটিয়ে তুলতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি নিয়মিত জপ করুন।

আরও পড়ুন: বাস্তু মতে বাড়ির কোন দিকে ভগবান শিবের ছবি রাখলে ধরা দেবে সুখ–শান্তি, জেনে নিন

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest