সূর্যগ্রহণ, তাই আগে ভাগেই পুজো-ভোগ হয়ে গেল তারকেশ্বর মন্দিরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: গ্রহণের আগেই শিবের পুজা এবং ভোগ হয়ে গেল তারকেশ্বর মন্দিরে। করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে ইতিমধ্যেই রাজ্যের বহু ধর্মীয় স্থান ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে৷ তবে তারকেশ্বর মন্দির এখনো বন্ধ।

কবে মন্দির খুলবে তা এখনও জানা যায়নি। ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও রীতি নীতি মেনে প্ৰতদিনই অনুষ্ঠিত হয় বাবার নিত্য পুজা।রবিবার সূর্য গ্রহণের আগেই রীতি মেনে পুজা হয়ে গেল বাবা তারাকনাথের।

আরও পড়ুন : রথের দিন খুলছে তারাপীঠ, মন্দিরের অন্দরে যেতে পারবেন ভক্তরা, তবে থাকছে বিধিনিষেধ

সূর্য গ্রহণ শুরু হয়েছে  ৯ টা ১৫ মিনিটে এবং গ্রহণ ছাড়বে দুপুর ৩টো ৫ মিনিটে। গ্রহণের আগেই পুজা, ভোগ, আরতি, বাবার রাজ বেশ সমস্ত সম্পূন্ন করা হয়েছে। গ্রহণ ছাড়ার পর পুণরায় নিয়ম রীতি মেনে পুজা আর্চনা শুরু হবে।

এদিকে, রথের দিন সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। তবে সোশ্যাল ডিসট্যান্সের কথা মাথায় রেখে আপাতত গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। তারা মায়ের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। তবে করোনার জন্য মার্চের ২০ তারিখ থেকে বন্ধ মন্দিরের দরজা। ভক্তদের অপেক্ষার দিন এবার শেষ।

আরও পড়ুন : Solar Eclipse 2020: সূর্যগ্রহণের সময় কী করবেন, কী করবেন না…

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest