Happy Birthday Vicky Kaushal: জন্মদিনে ফিরে তাঁর ৫ সেরা সিনেমা

ভিকির বেশ কয়েকটি ছবির কাজ পিছিয়ে গিয়েছে লকডাউনের জেরে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তিরিশ পেরনোর আগেই বলিউডে তাঁর পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছিলেন। এবছর ভিকি কৌশলের বয়স হল ৩৩। প্রিয় অভিনেতাকে জন্মদিনে ভালোবাসা জানিয়েছেন তাঁর অনুরাগীরাও। ভিকি কৌশলের সোশ্যাল মিডিয়ায় এখন শুভেচ্ছার বন্যা।

  • ২০১৫ সালে ‘মাসান’ দিয়েই হাতিখড়ি অভিনয়ে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও স্বীকৃতি পেয়েছে এই ছবি। জিতেছে বহু অ্যাওয়ার্ড। চলচ্চিত্র সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল ভিকির অভিনয়। নদী ঘাটে নিজের সঙ্গীকে হারিয়ে ভিকির কান্নার দৃশ্য আজও চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
  • ‘রামন রাঘব’-এর সেই সিরিয়াস ছেলেটাই ‘লাস্ট স্টোরি’তে দর্শককে হাসিয়ে ছেড়েছে। বিয়ের রাতে নতুন বউ কিয়ারা আডবানির আকর্ষণ পাওয়ার জন্য ভিকির সেই ওয়াটার বাবল বানানোর দৃশ্য এখনও ভুলতে পারেননি চলচ্চিত্র প্রেমীরা।
  • পাকিস্তানি সেনা অফিসার ইকবালের চরিত্রে ভিকির অভিনয় মন কেড়েছিল দর্শকদের। আলিয়া ভাটের সঙ্গে ভিকির অনস্ক্রিন রোস্যান্স দিয়েছিল মেজর কাপল গোল। একজন পারফেক্ট জেন্টলম্যানের উদাহরণ তৈরি করেছিলেন ভিকি ‘রাজি’ দিয়ে।
  • ভিকির ফিল্মি কেরিয়ারের মাইলস্টোন ‘উড়ি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ভিকির গলায় ‘How’s The Josh’ এখনও ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল এই ছবি।
  • সঞ্জু’তে পার্শ্ব অভিনেতার চরিত্রে অভিনয় করলেও ভিকি কৌশল মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। সঞ্জয় দত্তের বেস্ট ফ্রেন্ড কামলির চরিত্রে ভিকি একাধারে যেমন দর্শককে হাসিয়েছেন, তেমনই চোখে জল এনে দিয়েছেন।

আরও পড়ুন: ফের বাংলায় সেরা ‘মিঠাই’, দ্বিতীয় স্থানে উঠে এল ‘কৃষ্ণকলি’, চতুর্থ ‘খড়কুটো’-‘যমুনা ঢাকি’

লকডাউনের জেরে এবছরও বন্ধুরা বাদ, জন্মদিন পালনে শুধুই বাড়ির সবাই। তবে বাড়িতে থাকা নিয়ে তেমন কোনও অভিযোগ নেই ভিকির– ”যাঁরা বাড়ি থেকে অনেক দূরে বা যাঁদের আদৌ বাড়ি বলে কিছু নেই, তাঁরা কীভাবে দিন কাটাচ্ছেন দেখুন। যাঁরা এই অতিমারীর বিরুদ্ধে একদম সামনের ফ্রন্টে থেকে লড়াই করছেন, তাঁদের কথাও ভাবুন। আমরা বাড়িতে থেকে বরং চেষ্টা করতে পারি যাতে আক্রান্তের সংখ্যাটা কমে।”

ভিকির বেশ কয়েকটি ছবির কাজ পিছিয়ে গিয়েছে লকডাউনের জেরে। যেমন  থমকে রয়েছে সুজিত সরকার পরিচালিত সর্দার উধম সিংয়ের বায়োপিকের পোস্ট প্রোডাকশনের কাজ। এছাড়া মেঘনা গুলজারের স্যাম ও আদিত্য ধরের দ্য ইমোর্টাল অশ্বত্থামা ছবি দুটিও রয়েছে পাইপলাইনে।

আরও পড়ুন: এবার সঙ্গীত পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব, মামলার হুমকি দিলেন বিতর্কিত গায়ক নোবেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest