কাটল জট, টালিগঞ্জে ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে যাচ্ছে বুধবার থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে কাটল জট। বুধবার থেকে শুরু হতে চলেছে টলিপাড়ার নতুন ধারাবাহিকের শুটিংও। মঙ্গলবার বিকেলে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ চক্রবর্তীর উপস্থিতিতে বৈঠকে বসেছিল টলিপাড়া। উপস্থিত ছিল আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং প্রযোজক গিল্ডের সদস্যরাও। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে সব ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই দেখানো হয়েছে সেই সব ধারাবাহিকের শুটিং শুরু হবে বুধবার থেকে।

প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , ‘‘ধারাবাহিকে কাজ করা নিয়ে ফেডারেশনের সঙ্গে যে দীর্ঘকালীন সমস্যা চলছিল, তা পারস্পরিক আলোচনায় সমাধান করা হয়েছে। বুধবার থেকে সব ধারাবাহিকর শ্যুটিং শুরু হবে।’’ মউ চুক্তির প্রসঙ্গ তুলতে শৈবাল জানালেন, এই বৈঠকে চুক্তি আদৌ কোনও বিষয়বস্তু ছিল না। পারস্পরিক ভুল বোঝাবুঝি মেটানো হয়েছে এই বৈঠকে। শৈবালের কথায়, ‘‘চুক্তি রয়েছে চুক্তির জায়গায়।’’

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, তাঁর দাদা এবং রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস, নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী এবং প্রযোজকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। প্রায় দেড় মাস ধরে ফেডারেশনের সঙ্গে বিবাদের জড়িয়েছেন প্রযোজকেরা। বাংলার মুখ্যমন্ত্রীর অনুমতিতে টেলিপাড়ার ঝাঁপ খুললেও সংগঠনগুলির মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় ধারাবাহিকের শ্যুটিং নিয়ে চাপানউতর চলছিল।

আরও পড়ুন: বোন টিউমারে আক্রান্ত অভিনেতা গৌরব রায়চৌধুরী, ভর্তি শহরের এক বেসরকারি হাসপাতালে

স্বরূপ বিশ্বাসের হুমকিতে কাজ হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসর্স (ডব্লিউএটিপি) এবং আর্টিস্ট ফোরাম। তার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী মধ্যস্থতা করে ফেডারেশন ও প্রযোজকদের মধ্যে সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু তার পরেও নতুন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল। গত শনিবার বেনামি এক বিজ্ঞপ্তি একাধিক নতুন ধারাবাহিকের শ্যুট থমকে গিয়েছিল।

এর পরেই আসরে নামতে হয় রাজ চক্রবর্তী এবং অরূপ বিশ্বাসদের, যার পরিপ্রেক্ষিতেই এ দিনের এই মিটিং। অবশেষে স্বস্তি। ভাঙা তার আবারও জোড়া লাগছে টলিপাড়ায়।

আরও পড়ুন: সং থেকে বং অনাবাসী ঢং! লকডাউনে গান বাঁধলেন The Bong Guy

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest