অনলাইন কনসার্টে গেয়ে উঠলেন শাহরুখ, আব্রাম বলল, ‘অনেক হয়েছে বাবা, থামাও !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: করোনা সংকটে দুঃস্থ-অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছে বলিউড। তামাম বলি সেলেবরা মিলিয়েছেন কাঁধে কাঁধ। বিনা পারিশ্রমিকে কেউ গাইছেন গান, কেউ পড়ছেন কবিতা। সবটাই লাইভে। আর এই লাইভ কনসার্টের নাম রাখা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’। এই কনসার্টের জন্যই গান গাইলেন কিং খান।

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গানের কথায় নিজেই নিজেকে নিয়ে মজা করতে ছাড়েননি শাহরুখ। “সময় এতটাই খারাপ চলছে যে এসআরকে’কেও গান গাইতে হচ্ছে’ — বলছেন তিনি। গানটির বাড়তি পাওনা আব্রাম খানের ‘গেস্ট অ্যাপিয়ারেন্স’।

আরও পড়ুন: সকালে পুলিশি লাঠিচার্জে বন্ধ হলেও বিকেলে শহরে ফের খুলল মদের দোকান

শাহরুখ ছাড়াও এই ভার্চুয়াল কনসার্টে অংশগ্রহণ করেন আমির খান, হৃতিক রোশন, বিরাট কোহলি সহ অনেক বড় মাপের সেলেবরা। মোট ৫২ কোটি টাকা তারা তুলেছেন বলে জানিয়েছেন করণ জোহর। 

তবে এরমধ্যেও যে সুপারহিট শাহরুখ খান তা বলার অপেক্ষা রাখে না। লকডাউন থিমের ওপর তাঁর গান সব ঠিক হো জায়েগা, অর্থাত্ সব ঠিক হয়ে যাবে। আড়াই মিনিটের এই গানে কীভাবে লকডাউনে সময় কাটাচ্ছেন তা জানান শাহরুখ। এই গানে সুর করেছেন বাদশা ও গানের রচয়িতা সাইনি রাজ। 

সেই বাদশার মেজাজ নিয়েই লকডাউনে মন্নত থেকে কনসার্টে গান গাইলেন শাহরুখ৷ একেবারে ‘জোশ’ ছবির সেই আপুন বোলা..গানের কথা মনে করিয়ে শাহরুখ গাইলেন সব  সহি হো জায়েগা ! তবে শাহরুখের এই গানে দেশবাসী মজা পেলেও, একেবারেই মজা পায়নি শাহরুখের ছোট ছেলে আব্রাম ৷ বরং গানের মাঝেই আব্রাম বলে উঠল, বাবা প্লিজ বন্ধ করো তোমার গান! এরপর আর কথা বাড়াতে চাননি শাহরুখ।

আরও পড়ুন: লকডাউনে বাড়ি ফিরতে মরিয়া, পুলিশ-পরিযায়ী শ্রমিকদের খণ্ডযুদ্ধে ধুন্ধুমার সুরাট

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest