Simple tips to get rid of foul smell in the toilets

Cleaning Tips: শৌচালয়ে দুর্গন্ধের জেরে টেকা দায়? সমাধান রয়েছে হাতের কাছেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শৌচাগারে দুর্গন্ধ কম-বেশি সব বাড়িরই সমস্যা। সেই গন্ধে মাঝেমধ্যেই প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠার উপক্রম হওয়াও আশ্চর্যজনক নয়। আর বাড়িতে যদি কোনও অতিথি এসে শৌচাগারে যেতে চান, তা হলে তো সম্মানের দফারফা কার্যত নিশ্চিত। রইল এমন কিছু টোটকা, যেগুলি কিছুটা হলেও মুক্তি দিতে পারে বাথরুমের দুর্গন্ধ থেকে।

১। শৌচালয় খোলামেলা রাখুন

শৌচাগার খোলামেলা থাকলে বায়ু চলাচল ভাল হয়। এতে এক দিকে যেমন দুর্গন্ধ দূর হয়, তেমনই অন্য দিকে বাথরুমের দেওয়াল ও মেঝের আর্দ্রতার পরিমাণও হ্রাস পায়। ফলে দেওয়াল স্যাঁতসেঁতে হয় না। বাতাস বার করে দেওয়ার পাখা থাকলে তা চালিয়ে রাখতে পারেন। যত ক্ষণ সম্ভব খোলা রাখতে হবে বাথরুমের দরজাও।

২। খাবার সোডা

একটি পাত্রে মাত্র পঞ্চাশ গ্রাম খাবার সোডা রেখে দিতে পারেন শৌচাগারের ভিতর। খাবার সোডা বাতাসের আর্দ্রতা ও দুর্গন্ধ টেনে নেয়। পাশাপাশি, চাইলে সমপরিমাণ খাবার সোডা ও লেবুর রস মিশিয়ে একটি অর্ধতরল মিশ্রণ তৈরি করতে পারেন। বাথরুমের বিভিন্ন কোনায়, বেসিনের তলায় কিংবা অন্যান্য অংশে এই পেস্ট মিশ্রণ করে মাখিয়ে রাখলে দূর হতে পারে দুর্গন্ধের সমস্যা।

আরও পড়ুন: Life Hacks: বাক্সবন্দি লেপ-কম্বল ব্যবহারের আগে যা করবেন

৩। ভিনিগার

উপরে উল্লিখিত লেবুর রস ও খাবার সোডার মিশ্রণটি ব্যবহার করলে ১০-১৫ মিনিট পর সংশ্লিষ্ট স্থানগুলিতে ভিনিগার স্প্রে করে দেওয়া যেতে পারে। সাদা ভিনিগার বাথরুমের দুর্গন্ধ দূর করার সঙ্গে সঙ্গে বাথরুম পরিষ্কারের কাজেও আসতে পারে। দুই কাপ জলে এক চামচ ভিনিগার, এক চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে ছড়িয়ে দিলেই গায়েব হবে গন্ধ।

৪। বাঁশের চারকোল

বর্তমানে বাথরুমের দুর্গন্ধ দূর করতে বাঁশের চারকোলের ব্যবহার বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাঁশের চারকোল বাতাসের দুর্গন্ধ ও বাতাসে মিশে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ শোষণ করে নেয়। শোষণ করে আর্দ্রতাও। পাশাপাশি এটি পরিবেশবান্ধবও বটে।

আরও পড়ুন: Summer Home Decor: গরমকালে অন্দরসজ্জা আরও আরামদায়ক করে তুলুন এইভাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest