Agniveer: Indian Air Force releases details of recruitment plan

Agniveer: ৩০ হাজারের প্যাকেজ, বছরে ৩০টা ছুটি! অগ্নিবীর বিক্ষোভ রুখতে আসরে বায়ুসেনা

হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই কেন্দ্রের ‘বিতর্কিত’ অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনায় নিয়োগের ক্ষেত্রে কী কী মাপকাঠি দেখা হবে? অগ্নিবীররা কী সুযোগ-সুবিধা পাবেন, তা বিস্তারিত ভাবে জানাল বায়ুসেনা।

কী কী ঘোষণা করেছে বায়ুসেনা (Agnipath)?

  • মাসে ৩০ হাজার টাকার প্যাকেজ থাকছে নবনিযুক্ত অগ্নিবীরদের জন্য। ভাল কাজের প্রদর্শনে বেতন বাড়ানোর সুযোগ থাকবে।
  • অগ্নিবীররা বছরে ৩০টি ছুটি পাবেন। শারীরিক অসুস্থতায় চিকিৎসকদের পরামর্শে বাড়তি ছুটি পাওয়া যাবে।
  • বায়ুসেনায় চাকরিরত অগ্নিবীররা বিশেষ ইউনিফর্ম পাবেন। তাঁদের স্বতন্ত্র পদমর্যাদা থাকবে।
  • অগ্নিবীরদের মাসিক বেতনের ৩০ শতাংশ ‘অগ্নিবীর কর্পস তহবিলে’ জমা পড়বে। সেই বেতনের উপর সুদ দেবে কেন্দ্র সরকার।
  • নির্ধারিত চার বছরের আগেও চাইলে চাকরি ছেড়ে যেতে পারেন নিয়োগপ্রাপ্ত জওয়ানরা। সেক্ষেত্রেও তাঁরা সুদ সমেত বেতন পাবেন।

আরও পড়ুন: Agnipath বিহার! অল্পের জন্য প্রাণে বাঁচলেন BJP বিধায়ক, বাতিল ২২টি ট্রেন

  • ৪৮ লক্ষ টাকার জীবনবীমার ব্যবস্থা করা হবে বায়ুসেনার অগ্নিবীরদের জন্য।
  • সেনায় থাকাকালীন কারও মৃত্যু হলে তাঁর বেতন, সঞ্চিত অর্থ নিকট আত্মীয় পাবেন।
  • তাছাড়া কেউ যদি চার বছর মেয়াদ শেষের আগে চাকরি করতে অক্ষম হয়ে পড়েন, তিনি পাবেন ৪৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য।
  • অগ্নিবীররা সিএসডি ক্যান্টিনের সুবিধা পাবেন।
  • চার বছর পর নির্দিষ্ট শংসাপত্র পাবেন তাঁরা।

অগ্নিপথ প্রকল্পে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ শুরু হবে আগামী ২৪ জুন। এ কথা জানিয়েছেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরি। গত শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে তিনি বলেন, ‘‘আবেদনের ঊর্ধ্বসীমা ২৩ করা হয়েছে, এটা ভাল সিদ্ধান্ত। এতে যুব সম্প্রদায় উপকৃত হবে।’’

আরও পড়ুন: Agnipath: জাহাজ -ক্রীড়া মন্ত্রকেও মিলবে স্থান! অগ্নিবীর ইস্যুতে লাগাতার পিছু হটছে কেন্দ্র