Ajit Pawar: NCP Splits as Ajit Pawar Joins Hands With BJP, Takes Oath as Dy CM

Ajit Pawar: রবিবারের বারবেলায় নাটক মহারাষ্ট্রে! উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার

ফের ডিগবাজি খেলেন এনসিপি-র শীর্ষ নেতা অজিত পওয়ার। এনসিপি-তে শীর্ষ পদ না পাওয়ায় বিরোধী দলনেতার পদ ছেড়ে বিজেপি-শিব সেনা সরকারে যোগ দিলেন বর্ষীয়ান নেতার ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। রবিবার দুপুরেই রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

শরদ পওয়ারের পদত্য়াগ প্রত্য়াহারের পর দল তাঁকে শীর্ষ পদ না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন অজিত পওয়ার। বিজেপি-র দিকে এক পা বাড়িয়ে রাখা শরদ পওয়ারের ভাইপো প্রত্য়াশিত পথই বেছে নিলেন। মহারাষ্ট্রে বিরোধীরা সংখ্য়ার দিক থেকে আরও দুর্বল হয়ে পড়ল। তবে শিন্ডের পর পওয়ারের বিদ্রোহে আরও জমে গেল মারাঠা রাজনীতি। শিবসেনার পর এনসিপি-র ঘরও ভাঙল।

আরও পড়ুন: Mob lynching: গাড়িতে গো মাংস? সন্দেহের বশেই যুবককে পিটিয়ে খুন করল গো রক্ষকের দল

জানা যাচ্ছে, অজিতের সঙ্গে রয়েছেন এনসিপির (NCP) ৫৩ জন বিধায়কের মধ্যে ৩০ জন। আগেই অজিত জানিয়েছিলেন, বিরোধী দলনেতার পদ নয়, তিনি চান সংগঠনের ক্ষমতা। কিন্তু তাঁর সেই দাবিকে আমল দেননি শরদ। ফলে এনসিপিতে অজিতেরর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছিল।

রবিবার সকালে অজিত পওয়ার বৈঠক করেন বেশ কয়েকজন দলীয় নেতার সঙ্গে। শরদ পওয়ার এই বৈঠক সম্পর্কে কিছু জানতেন না। অজিতের বাসভবন ‘দেবগিরি’তে উপস্থিত নেতা-বিধায়কদের মধ্যে ছিলেন অন্যতম দলের এক বর্ষীয়ান নেতা ছগন ভুজবল। সবচেয়ে আশ্চর্যের, বর্তমানে দলের অন্তর্বর্তীকালীন সভাপতি শরদ-কন্যা সুপ্রিয়া সুলেও সেই বৈঠকে ছিলেন। যদিও দলের রাজ্য সভাপতি জয়ন্তী পাটিল অনুস্থিত ছিলেন। শেষপর্যন্ত অজিতের ‘বিদ্রোহে’র পরই এনসিপির ফাটল স্পষ্ট হল। এই পরিস্থিতিতে সমস্ত রকম দলীয় অনুষ্ঠান বাতিল করেছেন হতাশ শরদ পওয়ার (Sharad Pawar)।

আরও পড়ুন: Viral Video: কেদারনাথে প্রেমিককে ‘প্রোপোজ’ করে ফ্যাসাদে যুগল, দেখুন ভিডিয়ো