জঙ্গি হানায় ফের রক্তাক্ত কাশ্মীর, লস্করের হামলায় নিহত দুই পুলিশকর্মী সহ ৪

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের জঙ্গি হানায় রক্তাক্ত হল কাশ্মীর৷ এ দিন কাশ্মীরের সোপোরে পুলিশের একটি টহলদারী দলকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷ ঘটনায় দুই পুলিশকর্মী ছাড়া দু’ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে৷ এ ছাড়াও আহত হয়েছেন আরও তিন জন পুলিশকর্মী৷ কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের দাবি, হামলার নেপথ্যে রয়েছে লস্কর-ই-তৈবা৷

সংবাদসংস্থার খবর অনুযায়ী, সোপোরের ব্যস্ত একটি রাস্তার উপরেই পুলিশের একটি টহলদারী দলকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷ আহত পুলিশকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আরও পড়ুন : আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, শুধু আইন নয়, শিশুশ্রম বন্ধে সচেতনতাও জরুরি

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এই জঙ্গি হানার নিন্দা করেছেন৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘এই ধরনের জঙ্গি হানার সর্বত ভাবে নিন্দা করা উচিত৷ যাঁরা আহত তাঁদের সুস্থতা কামনা করি, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷’

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার ঘটনাস্থলে পৌঁছেছেন৷ হামলাকারী জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর জম্মু কাশ্মীরে ফের বিপুল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের কাজ শুরু হয়েছে৷ কারণ এই জওয়ানদের ভোটের নিরাপত্তার কাজে পাঠানো হয়েছিল৷

কাশ্মীর আছে কাশ্মীরেই। কেবল মোদী সরকারের দৌলতে কেবল বিশেষ মর্যাদাটুকু হারিয়েছে তারা। বাকি সবকিছু একই আছে। তবে আগের মত আর সেখানকার মানুষের খবর মিডিয়া তেমন সামনে আনে না। ফলে তারা কেমন আছ। তা কার্যত আর গোচর হয় না। মোদী সরকার দাবি করেছিল কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হলে সেখানে নাকি সবকিছু ঠিক হয়ে যাবে। হিংসা বন্ধ হবে। তেমন কথা অবশ্য নোট বাতিলের সময় বলা হয়েছিল। যাক কে সে সব কথা।

আরও পড়ুন : বায়ার্ন মিউনিখে পাড়ি সালকিয়ার শুভ পালের, ‘দেশের গর্বের মুহূর্ত’- শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest