পরপর ২ দিন করোনা আক্রান্ত সংখ্যা ছাড়াল ২২,০০০, সুস্থ রোগী ৪ লাখ ছুঁইছুঁই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: পরপর দু’দিন ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেল। শুক্রবারের সর্বাধিক আক্রান্তের যে রেকর্ড তৈরি হয়েছিল, শনিবার তার থেকে প্রায় ২,০০০ জন বেশি সংক্রমিত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২২ হাজার ৭৭১ জন।দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এবার সাড়ে ছয় লক্ষের দোড়গোড়ায় পৌঁছে গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪৪২ জনের।দেশে কোভিড ১৯ রোগে মোট মৃতের সংখ্যা হয়েছে ১৮ হাজার ৬৫৫। তবে দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৮ শতাংশ।শুক্রবার তুলনায় শনিবার মৃতের সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুন : নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস! ছেদ পড়ল এতদিনের ট্র্যাডিশনে

এদিকে দেশের রাজধানী দিল্লি মোট সংক্রমণে রয়েছে তৃতীয় স্থানে। দিল্লিতে মোট আক্রান্ত ৯৪ হাজারের বেশি।দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা লাখের গণ্ডি পেরিয়েছে।গোটা বিশ্বে মারণ ভাইরাস এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৫ লক্ষ ২৩ হাজারেরও বেশি মানুষের।

বর্তমান হারে সুস্থ রোগীর সংখ্যা বাড়লে, রবিবারই চার লাখের গণ্ডি ছাড়িয়ে যাওয়া নিশ্চিত। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪,৩৩৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে জয়ী হয়েছেন ৩৯৪,২২৬ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬০.৮ শতাংশ।

আরও পড়ুন : পৈশাচিক! মহিলা ক্রেতা খুনের পর লাশের সঙ্গে সঙ্গম মুম্বইয়ের দোকানদারের

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest