Wedding Called Off After Bride's Family Skips Mutton Bone Marrow On Menu

Wedding: মেনুতে নেই খাসির মাংসের অস্থিমজ্জা! বিয়ে ভেঙে দিল পাত্রের বাড়ির লোকজন

দেনাপাওনা নিয়ে ঝামেলায়, পাত্র বা পাত্রী সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর কিছু ক্ষেত্রে বিয়ে ভাঙে বটে। তাই বলে মেনুতে খাসির অস্থিমজ্জার পদ নেই বলে বিয়ে ভাঙবে পাত্রপক্ষ! বাস্তবেই তেমনটা ঘটেছে তেলেঙ্গানায় (Telangana)।

সে রাজ্যের নিজ়ামাবাদের বাসিন্দা পাত্রের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল জাগতিয়ালের পাত্রীর। বিয়ের আগে আংটি বদলের অনুষ্ঠানে খাসির অস্থিমজ্জার পদটি রাখতেই হবে— এমনই আবদার জুড়েছিল পাত্রপক্ষ। কিন্তু অনুষ্ঠানের দিন দেখা যায়, অতিথিদের জন্য হাজারো আমিষ খাবার রাখা থাকলেও নেই ওই বিশেষ পদ।

চটে যান পাত্রের বাড়ির লোকজন। কনেপক্ষ জানায়, তারা ওই পদের বন্দোবস্ত করতে পারেনি। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অনুষ্ঠানস্থলে ভাঙচুর শুরু হয়ে যায়। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু তারা গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পাত্রপক্ষের অভিযোগ, খাসির অস্থিমজ্জার পদ যে রান্না করা হয়নি, সে খবর শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে। গোটা ঘটনায় তাদের ‘অপমান’ হয়েছে বলে দাবি করে পাত্রপক্ষ।