37 arrested in Park Street Hotel for party amid restrictions

বিধি নিষেধ শিকেয় তুলে পার্ক স্ট্রিটের হোটেলে উদ্দাম পার্টি, গ্রেফতার ৩৭, উদ্ধার মদ, গাঁজা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এখনও কোভিড বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে। জমায়েত নিয়ে রয়েছে কড়া নির্দেশিকা। তার মধ্যেই বিধি ভেঙে পার্টি করার অভিযোগ উঠল পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে। তারস্বরে ডিজে বাজিয়ে পার্টি করার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মদ, গাঁজা।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তাদের কাছে খবর যায়, পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে কোভিড বিধি ভেঙে অনেক রাত পর্যন্ত নাচ, গান চলছে। রাত ১টা ১৫ মিনিট নাগাদ পুলিশের একটি দল সেখানে হানা দেয়। হোটেলের দুটি তলা থেকে মোট ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করতে গেলে অভিযুক্তদের অনেকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ছাড়াও ১২০বি, ১৮৮, ২৬৯ ও ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: SSKM হাসপাতালে ‘যৌন হেনস্থা,’ সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ জানালেন খোদ চিকিৎসক

হোটেলের বাইরে থেকে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি এবং হোটেলের ভিতর থেকে ডিজে ও সাউন্ড বক্স, হুকা, মদ ও গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ছাড়া ৩৮টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। কী ভাবে করোনা বিধিনিষেধের মধ্যে পার্টির অনুমতি দেওয়া হল সেই বিষয়ে হোটেল মালিকের সঙ্গে কথা বলছে পুলিশ।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে, হোটেলের রুম ভাড়া করতেন এক-দু’জন। তারপর রাত বাড়লে রুমের বাইরে কোরিডরে ডিজে বাজিয়ে চলত পার্টি। গত কয়েকদিন ধরেই চলছিল এসব। অভিযোগও জমা পড়ছিল থানায়।

আরও পড়ুন: সনাতনের বিজেপি যোগ স্পষ্ট, কলকাতা পুলিশের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest